ShareTrip-এ Exclusive ডিসকাউন্ট শুধুমাত্র পাঠাও কার ও বাইক ইউজারদের জন্য
- Bangladesh
- June 11, 2023
পাঠাও বাইক ও কার ইউজাররা পাচ্ছেন ShareTrip-এ ৳১০০০ পর্যন্ত exclusive ডিসকাউন্ট।
ShareTrip থেকে ভাউচার পেতে নিচের শর্তগুলো দেখে নিন-
1. ৳১০০০ ডিসকাউন্ট এর ভাউচারটি শুধুমাত্র ShareTrip-এর নির্দিষ্ট Domestic ও International flight-এ উপভোগ করতে পারবেন।
2. ভাউচারটি পেতে অবশ্যই অনলাইনে ShareTrip App অথবা ওয়েবসাইট থেকে যেকোনো বুকিংয়ে কমপক্ষে ৳১০,০০০ স্পেন্ড করতে হবে।
3. স্পেন্ডের ক্ষেত্রে আপনি ব্যাংক কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন।
4. ভাউচারটি শুধুমাত্র একবার ব্যবহারযোগ্য যার মেয়াদ থাকবে ৩১ আগস্ট, ২০২৩ পর্যন্ত তবে Travel মেয়াদ থাকবে আনলিমিটেড।
5. তবে কিছু কিছু ক্ষেত্রে ভাউচারটি ব্যবহারযোগ্য নয়। যেমন- Low Cost Carriers, i.e. Indigo, Air Asia, Air Arabia ইত্যাদি।
ভাউচার কোডটি হলো: STPATHAO
কোডটি রিডিম করতে নিচের নিয়মগুলো ফলো করুন:
স্টেপ ১ঃ ShareTrip অ্যাপ অথবা ওয়েবসাইট- ভিজিট করে সার্চ করুন আপনার পছন্দের রুট অনুযায়ী ফ্লাইট।
স্টেপ ২ঃ প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম ফিল-আপ করে সিলেক্ট করুন- “I want to use coupon code”.
স্টেপ ৩ঃ “STPATHAO” কোডটি ব্যবহার করে আপনার ফ্লাইট বুকিং কমপ্লিট করুন।