পাঠাও কানেক্ট এর সাথে অফলাইনেও থাকুন নিরাপদে
- হিরো অব পাঠাও
- আগস্ট 19, 2025

পাঠাও-এর সাথে অনলাইন রাইড সবচেয়ে নিরাপদ। কিন্তু অফলাইন রাইড দেয়ার সময়ে আপনি কতটুকু নিরাপদে থাকেন? তাই আপনার কথা চিন্তা করেই আপনার অফলাইন রাইডের নিরাপত্তা দিতে পাঠাও নিয়ে এসেছে পাঠাও কানেক্ট। যেভাবেই রাইড দেন না কেন এখন আপনি থাকবেন সবচেয়ে নিরাপদে।
পাঠাও কানেক্ট ব্যবহার করবেন কীভাবে?
আপনি পাঠাও কানেক্ট দুই ভাবে ব্যবহার করতে পারবেন। ওটিপি দিয়ে ব্যবহার করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
১। রাইডার অ্যাপ থেকে পাঠাও কানেক্ট বাটনে ক্লিক করুন
২। পরবর্তী-তে ক্লিক করুন
৩। ইউজারের সাথে কানেক্ট হওয়ার জন্য তার ফোন নম্বরটি নিয়ে ইনপুট করুন
৪। নির্ধারিত ভাড়া লিখুন
৫। ইউজারের মোবাইলে একটি ৬ ডিজিটের OTP যাবে, তা এখানে ইনপুট করুন
৬। সাবমিট করুন-এ ক্লিক করুন
৭। কানেক্টেড হয়ে গেলে ইউজার একটি নোটিফিকেশন সাউন্ড পাবেন, তারপর Start Ride-এ ক্লিক করুন
৮। “হ্যাঁ, শুরু করুন” বাটনে ক্লিক করুন
৯। রাইড শেষ হয়ে গেলে End Ride- এ ক্লিক করুন
১০। আবার End Ride-এ ক্লিক করে কনফার্ম করুন
১১। ভাড়া নিয়ে রাইড রিসিপ্ট চেক করে ‘I have collected’ বাটনে ক্লিক করুন
ইউনিক কোড দিয়ে পাঠাও কানেক্ট ব্যবহার করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:
১। রাইডার অ্যাপ থেকে পাঠাও কানেক্ট বাটনে ক্লিক করুন
২। পরবর্তী-তে ক্লিক করুন
৩। আপনার ইউনিক কোড ইউজারকে দিন, ইউজার এই কোডটি তার অ্যাপে ইনপুট করলেই কানেক্টেড হয়ে যাবেন
৪। কানেক্টেড হয়ে গেলে ট্রিপ ডিটেইলস চেক করে Start Ride-এ ক্লিক করুন
৫। হ্যাঁ, শুরু করুন বাটনে ক্লিক করে কনফার্ম করুন।
৬। রাইড শেষ হয়ে গেলে End Ride- এ ক্লিক করুন
৭। যাত্রা শেষ করুন বাটনে ক্লিক করে কনফার্ম করুন
৮। ভাড়া নিয়ে রাইড রিসিপ্ট চেক করে ‘I have collected’ বাটনে ক্লিক করুন
ব্যস এভাবে সহজেই পাঠাও কানেক্ট করে রাইড শুরু করুন নিরাপদে ও নিশ্চিন্তে।