বেশি রেটিং বেশি রাইড
- Pathao Bike
- September 28, 2020
আপনার ড্রাইভার অ্যাপ -এ এখন থাকছে নতুন ফিচার – ড্রাইভার ব্যাজ, যা আপনার রেটিং-কে আরও বেশি মূল্যায়ন করবে। আপনার রাইড সার্ভিস এর উপর ভিত্তি করে ইউজারদের কাছ থেকে এখন আপনি পেতে পারেন বিভিন্ন ধরণের কমপ্লিমেন্ট।
ব্যাজ আনলক করতে পারলে তা আপনার রেটিং বাড়াতে ভুমিকা রাখবে। ভালো রেটিং আপনাকে দিচ্ছে আরও বেশি রাইড দেয়ার সুযোগ এবং বেশি রাইড-এ বেশি আয় করার সুযোগ!
বেশি রেটিং এর জন্য ব্যাজ আনলক করুন
রাইড শেয়ারিং এর এক্সপেরিয়েন্স এর উপর ভিত্তি করে ইউজার আপনাকে কমপ্লিমেন্ট দিবে। একই কমপ্লিমেন্ট ২০ বারের বেশি পেলে সেই কমপ্লিমেন্ট-এর ব্যাজ আপনি আনলক করতে পারবেন। যেসকল ব্যাজ আপনি আনলক করতে পারবেন –
- প্রফেশনাল (Professional) : ক্লিয়ার এবং সঠিক তথ্য দেয়া, ঠিকমতো যোগাযোগ করা, মার্জিত ব্যবহার করা, পাঠাও অ্যাপ এর সঠিক ব্যবহার করে লোকেশন এ যাওয়া ইত্যাদি আপনাকে এ ব্যাজ পেতে সাহায্য করবে।
- কুল ভেহিকেল (Cool vehicle) : আপনার গাড়ি বা বাইক এর ফিটনেস ঠিক রাখা, আরামদায়ক এবং সেফ বসার ব্যবস্থা রাখলে এই ব্যাজ-টি আনলক করতে পারবেন।
- এক্সপার্ট নেভিগেটর (Expert navigator) : অ্যাপ এর ম্যাপ এ দেখানো লোকেশন বুঝে পিক আপ করা এবং লোকেশন এ পৌঁছে দেয়া, সেফ ড্রাইভ করলে এই ব্যাজ-টি পাবেন।
- ওয়েল বিহেভড (Well behaved) : ভালো ব্যবহার, ইউজারকে সাহায্য করলে এই ব্যাজ-টি আনলক করতে পারবেন।
- নিট এন্ড ক্লিন (Neat and clean) : আপনার গাড়ি বা বাইকের পরিচ্ছন্নতা এই ব্যাজটি পাওয়ার জন্য বড় ভুমিকা রাখে। পরিষ্কার বসার জায়গা, বাইকের জন্য পরিষ্কার হেলমেট, গাড়ির জন্য ফ্রেস বাতাস এবং স্মেল এ ব্যাজ এর জন্য প্রযোজ্য।
- এক্সট্রাঅরডিনারি সার্ভিস (Extraordinary Service) : অসাধারণ এবং মার্জিত ব্যবহার, অ্যাপ ব্যবহার এ দক্ষতা, ইউজারের পছন্দ অনুযায়ী সঠিক রাস্তা দিয়ে লোকেশন বুঝে পৌঁছানো ইত্যাদি এই ব্যাজ পেতে সাহায্য করবে।
- হেল্পফুল (Helpful) : ইউজারকে বিভিন্নভাবে সাহায্য করা, যেমন – ব্যাদ বা মালপত্র গাড়িতে উঠাতে সাহায্য করা, সঠিকভাবে লোকেশন বুঝা এবং বুঝানো ইত্যাদি।
- এন্টারটেইনিং (Entertaining) : এই ব্যাজ এর জন্য ইউজার এর সাথে ভালো ব্যবহার, কথা বলা এবং গাড়িতে রুচিশীল গান বা রেডিও বাজানো ইত্যাদি সাহায্য করবে।
অ্যাপ-এ রেটিং ও ব্যাজ যেভাবে দেখবেন
১। আপনার ড্রাইভার অ্যাপ-এ গিয়ে অ্যাকাউন্ট এ ক্লিক করুন এবং আপনার নতুন ইন্টারফেসটি দেখুন
২। Badges and Compliments (ব্যাজেস অ্যান্ড কমপ্লিমেন্টস) এ ক্লিক করুন।
ক্লিক করার পর আপনি আপনার অ্যাচিভমেন্ট এবং কমপ্লিমেন্ট গুলো দেখতে পাবেন।
যেই অ্যাচিভমেন্ট ব্যাজগুলো রয়েছেঃ
# ৫ স্টার রেটিং
# পাঠাও এর সাথে কাজের অভিজ্ঞতা কত দিনের
# কত কিলোমিটার ট্রাভেল করেছেন
# গত মাসে কতগুলো ট্রিপ নিয়েছেন
# গত মাসে কতগুলো ডিজিটাল পেমেন্ট পেয়েছেন
৩। আপনার নাম এর পাশে থাকবে আপনার পাওয়া রেটিং এবং তার নিচে থাকবে আপনার আনলক করা ব্যাজ-টি। সবচেয়ে বেশি কমপ্লিমেন্ট পাওয়া ব্যাজ-টি আপনার নাম এর নিচে দেখানো হবে।
এছাড়াও আপনার অ্যাপ-এ আরও থাকছে
- ইম্প্রুভমেন্টস :
- আপনার রেটিং যদি ১ স্টার থেকে ৪ স্টার এর মধ্যে থাকে তাহলে ইউজাররা আপনাকে ইম্প্রুভমেন্ট এর জন্য বিভিন্ন সাজেশন দিতে পারবেন। সেই সাজেশন-গুলো অনুযায়ী ইম্প্রুভমেন্ট করলে আপনি আপনার রাইড শেয়ার এর এক্সপেরিয়ান্স আরও ভালো করতে পারবেন এবং আরও বেশি রেটিং পেতে পারবেন।
- স্টার রেটিং :
- আপনার সর্বশেষ ১০০ টি ট্রিপ এর উপর ভিত্তি করে স্টার রেটিং নির্ধারণ করা হবে যা প্রতি ১৫ দিন পরপর রিফ্রেশ করা হবে।
- ড্রাইভার ব্যাজ :
- আপনার নতুন ব্যাজ এর সকল তথ্যগুলো দেখানো হবে।
ভালো রেটিং আপনাকে আরও বেশি রাইড রিকোয়েস্ট পেতে সাহায্য করবে। তাই প্রতি রাইড শেষে ইউজারদের কাছ থেকে আপনার রেটিং এবং ইম্প্রুভমেন্ট সাজেশন অ্যাপ এ দেয়ার জন্য উৎসাহ দিন। আপনার ব্যাজ এবং ইম্প্রুভমেন্ট সাজেশন আপনার রেটিং বাড়তে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। আর যত বেশি রেটিং তত বেশি রাইড!