Pathao Blog

Announcements, updates, releases, and more

blog image

পাঠাও কার ইন্টারসিটি তে, যাত্রা হবে সমগ্র বাংলাদেশে

পাঠাও কার ইন্টারসিটি কি?

শহরের বাইরে যেতে এখন আর চিন্তা নেই। পাঠাও কার এখন চলবে দেশের সব প্রান্তে। জরুরী অফিসিয়াল ট্যুর, উৎসব কিংবা ছুটির দিনে পরিবার ও বন্ধুদের সাথে ঘোরাঘুরি – প্ল্যান যাই হোক, রিকুয়েস্ট করুন পাঠাও কার | ঢাকা ও চট্টগ্রাম থেকে বাংলাদেশের ৬৪টি জেলায় যে কোন শহরে যেতে পারবেন পৌঁছানো যাবে পাঠাও কার এর সাথে। যাত্রা শুরুর কয়েক মিনিট আগেই রিকুয়েস্ট করুন আপনার পাঠাও কার ইন্টারসিটি ৷ 

কিভাবে রিকোয়েস্ট করবেন পাঠাও কার ইন্টারসিটি

স্টেপ ১: 

আপনার পাঠাও অ্যাপ্লিকেশনটি খুলুন এবং “Car” সিলেক্ট করুন।

স্টেপ ২: 

আপনি যে শহরটিতে যেতে চান সেটি টাইপ করুন “Destination” বাটনটি তে অথবা “Set on Map” এ ক্লিক করে আপনার গন্তব্য ঠিক করুন।

স্টেপ ৩: 

ভাড়ার পরিমাণ দেখে নিন।

স্টেপ ৪: 

“Request” বাটনটি প্রেস করুন এবং শুরু করুন আপনার যাত্রা। 

**টোল, পার্কিং চার্জ ইত্যাদি ক্যাশ এর মাধ্যমে প্রদান করবে ইউজার।

**শুধুমাত্র গন্তব্যে পৌঁছানো নয়, ইউজার চাইলে রিটার্ন রিকুয়েস্টও করতে পারবেন।

তাহলে আর দেরি কিসের? নিরাপদ ও আরামদায়ক যাত্রার সুবিধায় আজই বেছে নিন পাঠাও কার ইন্টারসিটি।