অনাকাঙ্ক্ষিত রিটার্ন কমাই, নিজের ব্যবসা নিজেই বাঁচাই
- Pathao Courier
- April 29, 2021
আপনার ব্যবসা-ই যখন আপনার আয়ের উৎস – তখন আমরা সবাই চাইবো আপনার ব্যবসা যেন নিরাপদে খুব ভালোভাবে চলে। যেন আপনাদের কোন সমস্যার মুখে পড়তে না হয়। একটু ভাবুন একজন সম্মানিত পাঠাও কুরিয়ার মার্চেন্ট হিসেবে আপনি ও আপনার ডেলিভারি এজেন্টদের কোন সমস্যাটিতে সবচেয়ে বেশি পড়তে হয়? আমাদের অভিজ্ঞতা বলছে সবচেয়ে বেশি সে সমস্যায় আপনারা পড়েন, তার মধ্যে রয়েছেঃ –
- ক্লায়েন্ট সঠিক ঠিকানায় বা তাদের বলা সময়ে পণ্য গ্রহণ না করা।
- অনাকাঙ্ক্ষিত ভাবে পণ্য রিটার্ন আসা।
আর প্রিয় মার্চেন্ট আপনাদের এই সমস্যা দূর করতেই প্রযুক্তি বান্ধব প্রতিষ্ঠান পাঠাও দেশে সর্বপ্রথম এনেছে এক নিরাপদ সমাধান।
আপনার বিজনেসকে আরো এগিয়ে নিতে এখন চাইলেই আপনি আপনার কাস্টমার সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবেন পাঠাও মার্চেন্ট প্যানেল থেকে।
কিভাবে কাস্টমার যাচাই করবেন?
আপনি খুব সহজেই কাস্টমার যাচাই করতে পারেন “Recipient contact number“ বক্সটিতে কাস্টমারের ফোন নাম্বাটি ইনপুট দিয়ে।
কাস্টমার এর বিশ্বাসযোগ্যতা যাচাই করতে নিচের ধাপগুলো ফলো করুন :
ধাপ -১ : প্রথমত “Create order“ অপশনটিতে ক্লিক করুন
ধাপ -২ : তারপর আপনার কাস্টমারের যাবতীয় তথ্য প্রদান করার পর “Recipient contact number“ বক্সের নিচে তার দেয়া ইনফরমেশন কতটুকু সঠিক তা পার্সেন্টেজে দেখতে পারবেন। এমনকি জানতে পারবেন তার আগের লেনদেনের হিস্টোরি।
এবার অনাকাঙ্ক্ষিত রিটার্ন বন্ধ করে আপনার ব্যবসায়ে হয়ে উঠুন আরও বেশি লাভবান পাঠাও ক্যুরিয়ার এর সাথে।