পাঠাও প্রেজেন্টস ফুড’স অন মি
- পাঠাও ফুড
- জুলাই 31, 2021
এবারের ফ্রেন্ডশিপ ডে-তে পাঠাও ফুড দিচ্ছে তোমার ফ্রেন্ডদের সারপ্রাইজ দেয়ার সুযোগ! পাঠাও প্রেজেন্টস “ফুড’স অন মি” ক্যাম্পেইনে পার্টিসিপেট করে তোমার ফ্রেন্ডদের পাঠাতে পারো ইউনিক প্রোমো কোড। সাথে আমাদের পক্ষ থেকে তোমার জন্যও থাকছে একটি প্রোমো কোড!
আর হ্যাঁ! যার ফ্রেন্ডরা সবচেয়ে বেশি প্রোমো কোড ইউজ করবে তার জন্য থাকছে CHILLOX এবং পাঠাও ফুড থেকে আকর্ষণীয় পুরষ্কার। তাই, তোমার ফ্রেন্ডদেরকে বেশি বেশি প্রোমো পাঠাও কারন পাঠাও ফুড-এর সাথে থাকলে ট্রিট হবে না মিস! চলো দেখে নেই কিভাবে আমরা এই ক্যাম্পেইনটিতে অংশগ্রহণ করবো-
ধাপ ১- প্রথমে তোমার মোবাইলের পাঠাও অ্যাপটিতে যেতে হবে।
ধাপ ২- অ্যাপের হোমস্ক্রিনে থাকা নিচের অ্যাপকার্ডটিতে ক্লিক করতে হবে।
ধাপ ৩- এখন একে একে ফর্মের সকল খালি ঘর পূরণ করে ফেলতে হবে।
এই কয়েকটি ধাপ অনুসরণ করে খুব সহজেই তোমার ফ্রেন্ডকে দিতে পারো ফ্রেন্ডশীপ ডে-এর ট্রিট।
শর্তাবলীঃ
- প্রতিটি প্রোমো কোড একজন ইউজার কেবলমাত্র একবার ইউজ করতে পারবেন।
- ডিসকাউন্টের পরিমাণ ২০% সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত, মিনিমাম অর্ডার ৫০০ টাকা।
- সারপ্রাইজ প্রোমো সেন্ডারকে ও পাঠাও ইউজার হতে হবে।
- ক্যাম্পেইনের সময়: ৩১জুলাই থেকে ৫ আগষ্ট
- প্রোমো ইউজ করার শেষ সময় ১৫ আগস্ট, ২০২১।
- বিজয়ী বাছাই এর ক্ষেত্রে পাঠাও কতৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
- পাঠাও বিজয়ীদের সাথে সরাসরি যোগাযোগ করবে।
- পাঠাও যেকোনো সময়ে শর্তাবলী পরিবর্তন করার অধিকার রাখে।
- একজন কে একবারের বেশি প্রোমো পাঠানো যাবে না।
- পাঠাও তে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী এই ক্যাম্পেইনে বিজয়ী বলে বিবেচিত হবেন না।
বিঃদ্রঃ
- যদি কোন প্রতারণাকর কার্যকলাপের মাধ্যমে প্রোমোর নিয়ম লঙ্ঘন করা হয়, তাহলে ইউজার কে ব্লক করা হবে।
- অংশগ্রহণকারীরা ম্যাসেজ এ আপত্তিকর ভাষা ব্যবহার করতে পারবেন না।