পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

বৈশাখ ১৪৩২ উপলক্ষে পাঠাও ফুড-এর বাংলা ফুড ফেস্ট

এই পহেলা বৈশাখে, পাঠাও ফুড নিয়ে এসেছে বাংলা ফুড ফেস্ট, ১৪ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহজুড়ে চলবে বাঙালি খাবারের উৎসব। মজাদার সব খাবার, উৎসবের আমেজ আর দারুণ সব ডিল, সব কিছুই এখন আপনার হাতের মুঠোয়!

পাঠাও অ্যাপে চালু হয়েছে নতুন একটি ট্যাব, দেশি স্বাদ। বাঙালি খাবারের জন্য আলাদা এই জায়গায় পাবেন পান্তা-ভাত, ইলিশ থেকে শুরু করে  ভর্তা, কাবাব, পাতুরি, চুইগোশ্তসহ নানা রকম ঐতিহ্যবাহী খাবার।

শুধু স্বাদই নয়, বাংলা ফুড ফেস্টে থাকছে দারুণ সব ডিল!

  • ১৪ ও ১৫ এপ্রিল: ডেলিভারি মাত্র ১ টাকা
  • ১৬ থেকে ১৯ এপ্রিল: ডেলিভারি মাত্র ১৪ টাকা (শুধুমাত্র দেশি স্বাদ ট্যাবে)

আর রবি এলিট ইউজার হলে পাচ্ছেন আরও স্পেশাল ছাড়, PATHAO1432 প্রোমো কোড ব্যবহার করে পাচ্ছেন ১৪% ছাড় (সর্বোচ্চ ১২০ টাকা পর্যন্ত)!

বাংলা ফুড ফেস্ট-এ পেয়ে যাবেন সেরা সব দেশি রেস্টুরেন্টগুলো। যেমন:   বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার মিঠাই, নবাবী ভোজj,  বাঙালিয়ানা ভোজ, নানু’স ফুড ফ্যাক্টরি, সুলতান’স ডাইন, আল কাদেরিয়া, রেস্টুরেন্ট রামপুরা বাজার, আল কারীম, তেহারী ঘর সহ আরও অনেক।

এই উৎসবে পাঠাও হিরোদের জন্যও থাকছে স্পেশাল উপহার! এই উৎসবে সপ্তাহের সেরা ১০ জন ফুড ডেলিভারি হিরো পাবেন স্পেশাল উপহার।

এখনই পাঠাও অ্যাপ খুলুন, দেশি স্বাদ ট্যাবে ক্লিক করুন, আর বাঙালিয়ানায় ভরপুর সব খাবারে মেতে উঠুন। কারণ বৈশাখ মানেই তো জমজমাট ভোজ! অর্ডার করুন এখনই।