টি২০ বিশ্বকাপে পাঠাও-এর এক্সাইটিং ক্যাম্পেইন ‘পাঠাও স্ট্রাইকারস’
- প্রোমোশনসমূহ
- জুন 13, 2024
আইসিসি টি২০ বিশ্বকাপ নিয়ে চারদিকে চলছে এক্সাইটমেন্ট। আর এই এক্সাইটমেন্ট ঘিরেই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাইড-শেয়ারিং, ফুড ডেলিভারি ও লজিস্টিকস প্ল্যাটফর্ম পাঠাও তাদের নতুন ইউজারদের জন্য নিয়ে এলো দারুণ একটি ক্যাম্পেইন ‘পাঠাও স্ট্রাইকারস’। ১৩ জুন ২০২৪ থেকে ২৪ জুন ২০২৪ পর্যন্ত ১২ দিনের এই ক্যাম্পেইনের মাধ্যমে পাঠাও-এর নতুন ইউজাররা পাঠাও থেকে বিভিন্ন সার্ভিস ব্যবহার করে জিতে নিতে পারবে আকর্ষণীয় সব পুরস্কার।
কীভাবে অংশগ্রহণ করবেন:
দারুণ এই ক্যাম্পেইনটিতে অংশগ্রহণ করা খুবই সহজ। নতুন ইউজারদের যা করতে হবে,
১। পাঠাও অ্যাপ ডাউনলোড করে রেজিস্টার করতে হবে।
২। পাঠাও-এর যেকোনো সার্ভিস যেমন রাইড, ফুড অর্ডার, পার্সেল, কুরিয়ার ইউজ করতে হবে।
৩। এই ক্যাম্পেইনে যুক্ত হওয়ার জন্য পাঠাও সার্ভিসগুলো ইউজ করে অন্তত ১০০ পয়েন্টস অর্জন করতে হবে। যত বেশি সার্ভিস ইউজ করা হবে তত বেশি এই ক্যাম্পেইনে জেতার সুযোগ বাড়তে থাকবে।
পুরস্কার হিসেবে যা থাকছে:
১। ১ম পুরস্কার: স্মার্ট টিভি (১ জন)
২। ২য় পুরস্কার: ১০০০ টাকা ফুড ভাউচার (৪ জন)
৩। ৩য় পুরস্কার: ৫০০ টাকা ফুড ভাউচার (৫ জন)
ক্যাম্পেইনটি চলাকালীন অবস্থায় নিউ ইউজাররা যত বেশি পাঠাও অ্যাপ-এর সার্ভিস ব্যবহার করে পয়েন্টস বাড়াবে তত বেশি এই আকর্ষণীয় পুরস্কারগুলো জেতার সুযোগ বাড়বে। তাহলে বেশি বেশি সার্ভিস ব্যবহার করে হয়ে যান ‘পাঠাও স্ট্রাইকারস’!
২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও, এমন একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করছে যা অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার পাশাপাশি সবার দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে পাঠাও শীর্ষস্থানে রয়েছে। ১০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, ৩,০০,০০০ পাঠাও হিরো ও ডেলিভারি এজেন্ট, ১,০০,০০০ মার্চেন্ট এবং ১০,০০০ রেস্টুরেন্ট নিয়ে পরিচালনা করছে পাঠাও। প্ল্যাটফর্মটি বাংলাদেশে ৫,০০,০০০-এরও বেশি কাজের সুযোগ তৈরি করেছে, যা দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।
শর্তাবলি:
১। ১৩ জুন ২০২৪ বা তার পর থেকে পাঠাও-এ জয়েন করলেই শুধুমাত্র নতুন ব্যবহারকারী হিসেবে বিবেচনা করা হবে।
২। পাঠাও অ্যাপ-এ প্রতি ১০০ টাকা খরচে ইউজার পাবেন ১০ পয়েন্ট।
৩। কোনো কারণ দর্শানো ছাড়াই ক্যাম্পেইনটি যেকোনো সময় স্থগিত কিংবা এর নিয়মাবলি পরিবর্তন, পরিমার্জন এবং পরিবর্ধন করার সর্বস্বত্ব পাঠাও কর্তৃপক্ষ সংরক্ষণ করে।