পাঠাও-এ বাজিমাত করে জিতে নিন আকর্ষণীয় সব পুরস্কার!
- Uncategorized
- নভেম্বর 26, 2020
আবার চলে এলো বছরের সেরা সারপ্রাইজ। পাঠাও এর সাথে কার এবং বাইক রাইড দিয়ে প্রতি সপ্তাহে জিতে নিন মোবাইলসহ আরো অনেক আকর্ষণীয় গিফট!
প্রতি সপ্তাহে গিফট পেতে কি কি করবেন?
রবি থেকে শনি প্রতি সপ্তাহে টার্গেট পূরণ করুন এবং জিতে নিন আকর্ষণীয় গিফট।
রাইডার/ক্যাপ্টেন | ট্রিপ | কমপ্লিশন রেট |
রাইডার | ১৪টি ট্রিপ/সাপ্তাহিক (রবি থেকে শনি) | সাপ্তাহিক ৪০% কমপ্লিশন রেট |
ক্যাপ্টেন | ১১টি ট্রিপ/সাপ্তাহিক (রবি থেকে শনি) | সাপ্তাহিক ২৫% কমপ্লিশন রেট |
রাইডার টার্গেট:
প্রতি রবি থেকে শনিবার কমপক্ষে ১৪টি ট্রিপ দিতে হবে এবং কমপ্লিশন রেট ৪০% রাখতে হবে।
ক্যাপ্টেন টার্গেট:
প্রতি রবি থেকে শনিবার কমপক্ষে ১১টি ট্রিপ দিতে হবে এবং কমপ্লিশন রেট ২৫% রাখতে হবে।
পুরস্কার হিসেবে যা যা থাকছে :
- ১ম পুরষ্কার: স্মার্টফোন
- ২য় পুরষ্কার: ওয়াটার পিউরিফায়ার/ ব্লেন্ডার
- ৩য় পুরষ্কার: রাইস কুকার
তো আর দেরি না করে পাঠাও -এ বেশি বেশি রাইড দিন এবং কমপ্লিশন রেট বজায় রাখুন, আর প্রতি সপ্তাহে জিতে নিন দারুণ সব গিফট।
শর্তাবলী:
১। রাইডারদের ক্ষেত্রে বিজয়ী হয়ে পুরষ্কার জিতার জন্য এক সপ্তাহে (রবি-শনি) ১৪টি ট্রিপ এবং কমপ্লিশন রেট ৪০% থাকতে হবে।
২। ক্যাপ্টেনদের ক্ষেত্রে বিজয়ী হয়ে পুরষ্কার জিতার জন্য এক সপ্তাহে (রবি-শনি) ১১টি ট্রিপ এবং কমপ্লিশন রেট ২৫% থাকতে হবে।
৩। বিজয়ীদের এসএমএস/ফোন কল করে জানানো হবে।
৪। রাইডার এবং ক্যাপ্টেন সকলে তাদের টার্গেট পূরণ করার পর আমাদের চূড়ান্ত বিজয়ী নির্বাচন প্রক্রিয়ার আওতাধীন হয়ে যাবেন। এবং এর মধ্য থেকে সর্বোচ্চ ট্রিপ আর কমপ্লিশন রেট-এর অধিকারী তিনজন রাইডার এবং তিনজন ক্যাপ্টেনকে বিজয়ী হিসাবে নির্বাচন করা হবে।
৫। এই কন্টেস্ট শুধুমাত্র ঢাকা রাইডার এবং ক্যাপ্টেনদের জন্য প্রযোজ্য।
৬। যেকোনো ধরনের ফ্রড বা প্রতারণামূলক কার্যক্রম থেকে বিরত থাকুন। কোন প্রতিযোগী যদি ফ্রড বা প্রতারণামূলক কার্যক্রম করে থাকে তবে পাঠাও যেকোনো সময় তাকে কন্টেস্ট থেকে বহিষ্কার করার অধিকার সংরক্ষণ করে।
৭। এই কন্টেস্ট-টি চলবে প্রতি সপ্তাহে, ২৯ নভেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত।
৮। পাঠাও কোন বিজ্ঞপ্তি ছাড়াই এই কন্টেস্ট সংক্রান্ত যেকোনো পরিবর্তন কিংবা বন্ধ করার অধিকার সংরক্ষণ করে।