ইউসুফ এখন স্বাধীনভাবে নিজের ফ্রি টাইমে বেশ ভালোই ইনকাম করতে পারছেন
- স্টোরিজ
- অক্টোবর 14, 2018

উসুফ খান চোখভরা স্বপ্ন নিয়ে ঢাকায় আসেন পড়াশোনা করতে। নিজের ভরণপোষণের জন্য পড়ালেখার পাশাপাশি একটা রেস্টুরেন্টে জব করতেন ইউসুফ। কিন্তু কাজের চাপে পড়ালেখায় মনোযোগ দিতে পারছিলেন না তিনি, তার উপর বেতনও পেতেন অনেক কম। এক বড় ভাইয়ের কাছ থেকে সাজেশন পেয়ে গত মাসে পাঠাও-এ রেজিস্ট্রেশন করেন ইউসুফ। এখন স্বাধীনভাবে নিজের ফ্রি টাইমে বেশ ভালোই ইনকাম করতে পারছেন তিনি। বাকি সময়টায় পড়ালেখায় মনোযোগ দিতে পারছেন। এভাবেই এগিয়ে চলুক ইউসুফ আর তার স্বপ্ন পূরণে পাশে আছি আমরা।