দেশি Vibe-এ সেরা পারফরম্যান্স দিয়েজিতে নিন “টিকেট টু কক্সবাজার”
- প্রোমোশনসমূহ
- মে 15, 2025

পাঠাও হিরোদের দেশি Vibe দিতে চলে এলো “টিকেট টু কক্সবাজার” ক্যাম্পেইন। পাঠাও রাইডার, ক্যাপ্টেন, ফুডম্যান, পার্সেল ডেলিভারিম্যান ও কুরিয়ার এজেন্ট সবার জন্যই সেরা পারফর্ম করলেই থাকছে কক্সবাজার টিকেট সহ থাকা খাওার সম্পূর্ণ সুযোগ!
ক্যাম্পেইনের বিস্তারিত:
এই ক্যাম্পেইনে মে মাসের ১৫ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত যারা ভালো পারফর্ম করবেন, তাদের মধ্য থেকে নির্বাচিত ৩৬ জনকে দেওয়া হবে একদম ফ্রি কক্সবাজারে ঘুরে আসা সুযোগ। ট্রান্সপোর্ট থেকে শুরু করে থাকা-খাওয়ার সুব্যবস্থা সবই পাবেন একসাথেই। কক্সবাজারের এই সুন্দর ভ্রমণ উপভোগ করতে পারবেন ১ রাত ২ দিন।
সেরা পারফর্ম করতে আপনার কমপ্লিশন রেট (সিআর), অ্যকসেপ্টেড কমপ্লিশন রেট (এসিআর) এবং রাইডস পার ডে (আরপিডি) ইত্যাদি বজায় রাখতে হবে। তাই আর বেশি দেরি না করে, বেশি বেশি রাইড দেওয়া, ট্রিপ দেওয়া এবং ডেলিভারি করা শুরু করে দিন। যার মান, আপনি যত ভালোভাবে কাজ সম্পন্ন করবেন, তত বেশি থাকবে জেতার সুযোগ!
তাই আর বেশি দেরি না করে, বেশি বেশি রাইড দেওয়া, ট্রিপ দেওয়া এবং ডেলিভারি করা শুরু করে দিন এখনই।