Pathao Blog

Announcements, updates, releases, and more

blog image

ডিজিটাল পেমেন্ট নগদ-এ করলেই সর্বোচ্চ ২০০ টাকা ক্যাশব্যাক!

  • All
  • March 23, 2023

নগদ একাউন্ট সেইভ করে ডিজিটাল পেমেন্ট করলেই পাচ্ছেন ১৫% ক্যাশব্যাক, ২০০ টাকা পর্যন্ত!

সেইভ করা নগদ একাউন্ট থেকে পাঠাও ফুড, বাইক, কার, পার্সেল এবং শপ-এ ডিজিটাল পেমেন্টে পাচ্ছেন প্রতি ট্রান্সেকশনে ১৫% ক্যাশব্যাক সর্বোচ্চ ১০০ টাকা, ক্যাম্পেইন চলাকালীন সময়ে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ।

অফারটি চলবে পুরো রামাদান মাস জুড়ে, অর্থাৎ ২৩শে মার্চ থেকে ২৩শে এপ্রিল পর্যন্ত।

পাঠাও ফুড, বাইক, কার, পার্সেল এবং শপ-এর বিল নগদ-এর মাধ্যমে ডিজিটাল পেমেন্ট করার প্রক্রিয়া:  

ধাপ ১:

অ্যাপ ওপেন করে প্রোফাইল আইকনে ক্লিক করুন

ধাপ ২ঃ

এরপরে ডিজিটাল পেমেন্ট অপশনে গিয়ে

ধাপ ৩ঃ

ম্যানেজ পেমেন্ট-এ ট্যাপ করুন

ধাপ ৪ঃ

একাউন্ট সেইভ করা না থাকলে, নিউ পেমেন্ট মেথডস-এ নগদ-এর লোগোতে ট্যাপ করুন 

ধাপ ৫ঃ

“রিমেম্বার নগদ?” অপশন আসলে ইয়েস দিন

ধাপ ৬ঃ

তারপর আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বার দিন

ধাপ ৭ঃ

ভেরিফিকেশন কোড সঠিকভাবে দিন

ধাপ ৮ঃ

আপনার পিন-কোড দিয়ে প্রসিড অপশনে ট্যাপ করুন

নগদ থেকে কনফার্মেশন মেসেজ আসবে এবং আপনার পেমেন্ট অপশনে নগদ অ্যাড হয়ে যাবে।

অফারটি পেতে একই ভাবে পাঠাও বাইক, কার, পার্সেল এবং শপ-এ বিল নগদ এর মাধ্যমে ডিজিটাল পেমেন্ট করলে পাবেন ইন্সট্যান্ট ১৫% ক্যাশব্যাক!

শর্তাবলী : 

  • ক্যাম্পেইন চলাকালীন সময় ইউজার ক্যাম্পেইন চলাকালীন সর্বোচ্চ ২০০ টাকা ক্যাশব্যাক পাবেন।
  • প্রতিবার পাবেন সর্বোচ্চ ১০০ টাকা ক্যাশব্যাক এবং পুরো ক্যাম্পেইন জুড়ে পাবেন সর্বোচ্চ ২০০ টাকা ক্যাশব্যাক। 
  • ক্যাশব্যাক পেতে নগদ একাউন্ট সেইভ করতে হবে।
  • ক্যাশব্যাক নগদ একাউন্টে যুক্ত হবে। 
  • এই অফারটি চলবে পুরো রামাদান মাস জুড়ে,  অর্থাৎ ২৩শে মার্চ থেকে ২৩শে এপ্রিল পর্যন্ত।
  • অর্ডার করার পূর্বে নগদ নাম্বার সেভ করতে হবে । অর্ডার করার পর নাম্বার সেভ করলে সেই ট্রানজেকশন এর জন্য  ক্যাশব্যাক  প্রযোজ্য হবে না।
  • আপনি যদি পূর্বেই আপনার নগদ একাউন্ট সেইভ করে থাকেন এবং তা সচল থাকে, তাহলে নতুন করে সেইভ করার প্রয়োজন নেই।
  • অফারটি পাঠাও ফুড, বাইক, কার, পার্সেল এবং শপ-এর জন্য প্রযোজ্য।
  • ক্যাশব্যাক শুধুমাত্র নগদ অ্যাকাউন্টে অ্যাড হবে এবং একটি নগদ অ্যাকাউন্টে ক্যাশব্যাক লিমিট সর্বোচ্চ ২০০ টাকা।
  • নগদ এবং পাঠাও কোন বিজ্ঞপ্তি ছাড়াই এই ক্যাম্পেইন সংক্রান্ত যেকোনো পরিবর্তন কিংবা বন্ধ করার অধিকার সংরক্ষণ করে।