পাঠাও কার ইন্টারসিটি তে, যাত্রা হবে সমগ্র বাংলাদেশে
- Uncategorized
- July 15, 2021
পাঠাও কার ইন্টারসিটি কি?
শহরের বাইরে যেতে এখন আর চিন্তা নেই। পাঠাও কার এখন চলবে দেশের সব প্রান্তে। জরুরী অফিসিয়াল ট্যুর, উৎসব কিংবা ছুটির দিনে পরিবার ও বন্ধুদের সাথে ঘোরাঘুরি – প্ল্যান যাই হোক, রিকুয়েস্ট করুন পাঠাও কার | ঢাকা ও চট্টগ্রাম থেকে বাংলাদেশের ৬৪টি জেলায় যে কোন শহরে যেতে পারবেন পৌঁছানো যাবে পাঠাও কার এর সাথে। যাত্রা শুরুর কয়েক মিনিট আগেই রিকুয়েস্ট করুন আপনার পাঠাও কার ইন্টারসিটি ৷
কিভাবে রিকোয়েস্ট করবেন পাঠাও কার ইন্টারসিটি?
স্টেপ ১:
আপনার পাঠাও অ্যাপ্লিকেশনটি খুলুন এবং “Car” সিলেক্ট করুন।
স্টেপ ২:
আপনি যে শহরটিতে যেতে চান সেটি টাইপ করুন “Destination” বাটনটি তে অথবা “Set on Map” এ ক্লিক করে আপনার গন্তব্য ঠিক করুন।
স্টেপ ৩:
ভাড়ার পরিমাণ দেখে নিন।
স্টেপ ৪:
“Request” বাটনটি প্রেস করুন এবং শুরু করুন আপনার যাত্রা।
**টোল, পার্কিং চার্জ ইত্যাদি ক্যাশ এর মাধ্যমে প্রদান করবে ইউজার।
**শুধুমাত্র গন্তব্যে পৌঁছানো নয়, ইউজার চাইলে রিটার্ন রিকুয়েস্টও করতে পারবেন।
তাহলে আর দেরি কিসের? নিরাপদ ও আরামদায়ক যাত্রার সুবিধায় আজই বেছে নিন পাঠাও কার ইন্টারসিটি।