পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

পাঠাও-এ রাইড দিয়ে জিতুন OPPO A3x স্মার্টফোন!

পাঠাও-এ রাইড দিয়ে জিতুন OPPO A3x স্মার্টফোন

রাইড দিয়ে করুন বাজিমাত! 

সেপ্টেম্বর – অক্টোবর মাসে পাঠাও কার অথবা বাইক-এ সর্বোচ্চ সংখ্যক রাইড দিয়ে ৫ জন পাঠাও ক্যাপ্টেন এবং ৫ জন পাঠাও রাইডার জিতে নিতে পারবেন Durability Champion OPPO A3x স্মার্টফোন। সেপ্টেম্বর ১২, ২০২৪ থেকে অক্টোবর ১২, ২০২৪ পর্যন্ত যত রাইড দিবেন বাড়তে থাকবে আপনার পুরস্কার জিতে নেওয়ার সুযোগ। 

তাই দেরি না করে রাইড শুরু করে দিন!

পুরস্কার হিসেবে থাকছে ১০ টি Durability Champion OPPO A3x স্মার্টফোন।

OPPO A3x

শর্তাবলিঃ

১। ক্যাম্পেইন চলবে সেপ্টেম্বর ১২, ২০২৪ থেকে অক্টোবর ১২, ২০২৪ পর্যন্ত।

২। বিজয়ী বাছাইয়ের ক্ষেত্রে পাঠাও কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

৩। পাঠাও বিজয়ীদের সাথে সরাসরি যোগাযোগ করবে।

৪। পাঠাও যেকোনো সময় শর্তাবলী পরিবর্তন করার অধিকার রাখে।

৫। পাঠাও-এর এমপ্লয়িরা এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন না। 

৬। ক্যাম্পেইনটি পাঠাও ক্যাপ্টেন এবং পাঠাও রাইডার উভয়ের জন্য প্রযোজ্য।

বিঃ দ্রঃ

কোনো প্রকার প্রতারণামূলক কাজের মাধ্যমে ক্যাম্পেইনের নিয়মভঙ্গ হলে ক্যাপ্টেন অথবা রাইডার এর অংশগ্রহণ বাতিল করা হবে।

পাঠাও