পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

এই শীতে, পাঠাও ফুড-এর সাথে উপভোগ করুন শীতের স্বাদ

পাঠাও-এর সাথে শীতের স্বাদ

চলে এলো শীত, তারই সাথে চলে এলো প্রিয় পিঠা উপভোগ করার ঐতিহ্য।  এই শীতের মজাদার পিঠা রাস্তার ধারে কিংবা ঘরের উষ্ণ পরিবেশে সবার মনে যেন আনন্দ আর পুরোনো দিনের স্মৃতি ফিরিয়ে আনে।

পছন্দের স্ট্রিট ভেন্ডররা এখন পাঠাও ফুড-এ!

এই শীতে পাঠাও ফুড আবারও আপনাদের জন্য স্ট্রিট ভেন্ডরদের নিয়ে এসেছে প্ল্যাটফর্মে।  পাঠাও ফুড-এর সাথে ভেন্ডররা এখন তাদের মজার পিঠাগুলো পৌঁছে দিবেন আপনাদের দোরগোড়ায়। যেসব এলাকায় পেয়ে যাবেন মজাদার সব পিঠা-

  • মোহাম্মদপুর
  • মিরপুর
  • ধানমন্ডি
  • গুলশান
  • বনশ্রী 
  • বাড্ডা
  • উত্তরা
  • নিকুঞ্জ
  • বসুন্ধরা
  • খিলগাঁও

শীতের মজাদার যত পিঠা

চিতই পিঠা, ভাপা পিঠা বা পাটিসাপটার মতো মজার পিঠা এখন ঘরে বসেই উপভোগ করুন। পাঠাও ফুড আপনাকে সহজেই এই শীতের বিশেষ পিঠাগুলো এনে দেবে আপনার কাছে।

ব্যবসায়ীদের বিক্রয় ও পরিচিতি বাড়ানো

পাঠাও ফুড-এর এই উদ্যোগে স্ট্রিট ভেন্ডরদের বিক্রয় এবং পরিচিতি বাড়াতে সাহায্য করবে। পাঠাও তাদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম দিয়েছে যেখানে তারা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবে এবং বিক্রি আরও বাড়াতে পারবে।

ঐতিহ্য এখন আপনার দোরগোড়ায়

এই শীতে পাঠাও ফুড নিয়ে আসছে শীতের মজার সব পিঠা। ঘরে বসেই আসল শীতের স্বাদ উপভোগ করুন  পাঠাও ফুড-এর সাথে।