পে লেটারঃ ডিউ পেমেন্টে পাঠাও পয়েন্টস
- নিউজরুম
- এপ্রিল 19, 2022
এখন অগ্রীম ডিউ পেমেন্ট করে জিতে নিতে পারেন ৫% পাঠাও পয়েন্টস।
এখন আপনি ডিউ ডেইট এর আগে কিংবা ডিউ ডেইট এর মধ্যে পে লেটার এর অগ্রিম ডিউ পেমেন্টের অ্যামাউন্ট পরিশোধের সাথে পাঠাও পয়েন্টস অর্জনের সুযোগ পেয়ে যাবেন।
আপনি কিভাবে পাঠাও পয়েন্টস পেতে পারেন তা জানুনঃ
- আপনি যদি ডিউ ডেইটের ১০ দিন আগে ডিউ পেমেন্ট পরিশোধ করেন, তাহলে আপনি আপনার পরিশোধিত ডিউ অ্যামাউন্টের উপর ৫% পয়েন্টস পাবেন আপনার ডিউ অ্যামাউন্ট এর উপর।
উদাহরণঃ ধরুন, আপনি পে লেটার ফিচার ব্যবহার করেছেন এবং ১০০০ টাকা ডিউ আছে। যদি আপনি ডিউ ডেইটের ১০ দিন আগে অ্যামাউন্ট পরিশোধ করেন, আপনি ৫০ পাঠাও পয়েন্টস পাবেন।
- আপনি যদি ডিউ ডেইট-এর ১০ দিনের মধ্যে আপনার ডিউ পরিশোধ করেন, তাহলে আপনি আপনার পরিশোধিত ডিউ অ্যামাউন্টের উপর ৩% পয়েন্টস পাবেন আপনার ডিউ অ্যামাউন্ট এর উপর।
উদাহরণঃ ধরুন, আপনি পে লেটার ফিচার ব্যবহার করেছেন এবং ১০০০ টাকা ডিউ আছে। আপনি ডিউ ডেইটের ১০ দিনের মধ্যে ডিউ পরিশোধ করলে, আপনি ৩০ পাঠাও পয়েন্টস পাবেন।
- আপনি যদি ডিউ ডেইটের পরে অথবা গ্রেস পিরিয়ড এর মধ্যে ডিউ পরিশোধ করেন, আপনি ১% পয়েন্টস পাবেন আপনার ডিউ অ্যামাউন্ট এর উপর।
উদাহরণঃ ধরুন, আপনি পে লেটার ফিচার ব্যবহার করেছেন এবং ১০০০ টাকা ডিউ আছে। আপনি ডিউ ডেইট-এর ১০ দিন পরে অথবা গ্রেস পিরিয়ড এর মধ্যে ডিউ পরিশোধ করেন, আপনি ১০ পাঠাও পয়েন্টস পাবেন।
- আপনি এই সময়ের মধ্যে ডিউ পরিশোধ করতে ব্যর্থ হলে, আপনি পাঠাও পয়েন্টস অর্জন এর জন্য যোগ্য থাকবেন না।
পে লেটার সম্পর্কে বিস্তারিত জানতে, পাঠাও আ্যপ এর পে লেটার ফিচারটি দেখুন।