পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

রাইডার ক্যাপ্টেনের নিরাপত্তায় পাঠাও ড্রাইভ অ্যাপে এলো সেফটি ফিচার

পাঠাও পরিবারের রাইডার এবং ক্যাপ্টেনদের আরও নিরাপত্তা নিশ্চয়তা করার জন্য পাঠাও নিরলস কাজ করে যাচ্ছে। আর সেই সুবাদেই অ্যাপে আসছে নতুন কিছু জরুরি সেফটি ফিচার।

যাত্রা চলাকালীন অ্যাপ থেকেই রাইডার এবং ক্যাপ্টেনগণ শেয়ার করতে পারবেন নিজেদের অবস্থান। বিশ্বস্ত বন্ধু বা পরিবারের কোন সদস্যকে জানিয়ে রাখতে পারবেন নিজের লাইভ লোকেশন। সেই সাথে এখন সরাসরি অ্যাপ থেকেই ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস (৯৯৯) এ যোগাযোগ করতে পাবেন রাইডার ও ক্যাপ্টেনগণ। পাবেন জরুরি অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও পুলিশ সেবা।

কিভাবে নিজের লোকেশন শেয়ার করবেন –

প্রথম ধাপ  – নিজের লোকেশন শেয়ার করার জন্য ট্রিপ শুরু করার আগেই ছবিতে দেখানো “Emergency” বাটন এ ক্লিক করুন।

দ্বিতীয় ধাপ  – ছবিতে দেখানো “Share Location” এ ক্লিক করুন।

তৃতীয় ধাপ  –  “Share Location” এ ক্লিক করার পরে, যেই অ্যাপ দিয়ে আপনার লোকেশন শেয়ার করবেন সেটাতে ক্লিক করুন।

চতুর্থ ধাপ  – আপনার লোকেশান যার সাথে শেয়ার করবেন তাকে সিলেক্ট করুন। আপনি যার সাথে শেয়ার করেছেন তিনি ছবিতে দেখানো একটি ম্যাপে আপনার লাইভ লোকেশন দেখতে পারবেন।

কিভাবে জরুরি সার্ভিসে (৯৯৯) কল দিবেন –

প্রথম ধাপ – জরুরি সেবা পেতে ছবিতে দেখানো “Emergencyবাটনে ক্লিক করুন

দ্বিতীয় ধাপ – ছবিতে দেখানো মত “Emergency Contact” পেজে, “Call 999” এ ক্লিক করুন।

তৃতীয় ধাপ – জরুরি সেবা পেতে “Call” এ ক্লিক করুন। কল চলে যাবে “National Emergency Service” এ।

রাইডার এবং ক্যাপ্টেনদের নিরাপত্তা পাঠাও এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তাই তাদের নিরাপত্তা বাড়ানোর জন্য পাঠাও সবসময় কাজ করে যাচ্ছে।

পাঠাও