পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড এ ডিজিটাল পেমেন্ট করলেই পাবেন ২০% ক্যাশব্যাক!

পাঠাও-এ ডিজিটাল পেমেন্ট সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড দিয়ে করলেই পাচ্ছেন ২০% ক্যাশব্যাক! সর্বোচ্চ ১০০ টাকা প্রতি ট্রানজেকশানে। তাই, পাঠাও-এর যেকোন সার্ভিস নিয়ে আপনার সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড-এর অ্যাকাউন্টটি দিয়ে ডিজিটাল পেমেন্ট করে উপভোগ করুন মেগা ক্যাশব্যাক অফার। 

সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড-এ ঝামেলাবিহীন ডিজিটাল পেমেন্ট করার প্রক্রিয়ার ধাপগুলো জেনে নিন – 

ধাপ ১: 

পাঠাও ফুড এ রিকোয়েস্ট করার সময় ফুড বিল পরিশোধ এর জন্য ডিজিটাল পেমেন্ট সিলেক্ট করুন। ফুডম্যান অর্ডার ডেলিভারি করার পর “মেক পেমেন্ট” এ ক্লিক করুন।

ধাপ ২:

পেমেন্ট অপশনগুলো থেকে পেমেন্ট মেথড হিসাবে ‘AMEX’ সিলেক্ট করুন। 

ধাপ ৩: 

আপনার আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ডের একাউন্ট নাম্বার, ডিটেইলস এবং পিন নাম্বার প্রদান করে “OK” বাটনে প্রেস করুন।

ধাপ ৪:

ইমেইল/এসএমএস এর মাধ্যমে পাওয়া ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) নির্ধারিত বক্সে প্রদান করে ‘NEXT’ বাটনে প্রেস করুন।

ধাপ ৫: 

পেমেন্ট প্রসেস এর পর আপনার ডিজিটাল পেমেন্ট সম্পন্ন হবে। আর আপনি পাবেন ক্যাশব্যাক। 

শর্তাবলীঃ 

  • ক্যাশব্যাক ইন্সট্যান্ট নয়। 
  • ক্যাশব্যাক ক্যাম্পেইন শেষ হওয়ার পর দেওয়া হবে।
  • প্রতি ট্রানজেকশানে সর্বোচ্চ ১০০ টাকা এবং পুরো ক্যাম্পেইন জুড়ে সর্বোচ্চ ২০০ টাকা ক্যাশব্যাক।
  • শুধুমাত্র প্রথম দুই ট্রানজেকশানের জন্য প্রযোজ।
  • এই অফারটি চলবে  ফেব্রুয়ারি ১, ২০২২ –   ফেব্রুয়ারি ২৮, ২০২২ পর্যন্ত।
  • পাঠাও-এর সকল সার্ভিসের জন্য প্রযোজ্য।
পাঠাও