পাঠাও কুরিয়ার-এ এখন প্রোডাক্ট পাঠান ঘর থেকেই সারাদেশে!
- পাঠাও কুরিয়ার
- জানুয়ারি 15, 2023
কুরিয়ার পাঠানো অথবা ডেলিভারি নেওয়া এখন সবচেয়ে সহজ! পাঠাও কুরিয়ার এবার নিয়ে এলো ঘর থেকে সারা বাংলাদেশে সবচেয়ে সাশ্রয়ী রেটে প্রোডাক্ট পাঠানোর সুবিধা। এখন মার্চেন্ট না হয়েও পাঠাও অ্যাপ-এর গ্রাহকরা কুরিয়ার বাটনে ট্যাপ করে ঘর থেকেই সারা বাংলাদেশে প্রোডাক্ট হোম ডেলিভারি করতে পারবেন।
ডেলিভারি চার্জ
পাঠাও কুরিয়ারে সবচেয়ে সাশ্রয়ী রেটে সারা বাংলাদেশের যেকোন জায়গায় প্রোডাক্ট হোম পিকআপ এবং হোম ডেলিভারির সুবিধায় পাঠাতে পারবেন।
পিকআপের ধরণ | ডেলিভারি | ডেলিভারি চার্জ (১ কেজি) | অতিরিক্ত চার্জ (প্রতি কেজিতে) |
হোম পিকআপ | শহরের ভেতরে | ৮০ | ১৫ |
হোম পিকআপ | শহরের বাইরে | ১৩০ | ২৫ |
কিয়স্ক ড্রপ | শহরের ভেতরে | ৭০ | ১৫ |
কিয়স্ক ড্রপ | শহরের বাইরে | ১২০ | ২৫ |
পাঠাও কুরিয়ার ব্যবহার করে প্রোডাক্ট পাঠানোর ধাপগুলো জেনে নিই:
১। পাঠাও অ্যাপ-এর হোম পেইজ থেকে কুরিয়ার বাটনে ট্যাপ করুন
২। ক্রিয়েট অর্ডার বাটনে ট্যাপ করুন
৩। প্রথমে রিসিভারের ফোন নম্বর এবং নাম টাইপ করুন। এর পাশাপাশি ফোনবুক আইকনে ট্যাপ করেও রিসিভারের ইনফরমেশন দিতে পারবেন। এরপর ডেলিভারি অ্যাড্রেসে রিসিভারের সিটি, জোন এবং এরিয়া ইনপুট দেওয়ার পরে পূর্ণাঙ্গ ঠিকানাটি টাইপ করুন। আপনার প্রোডাক্টের ওজন ইনপুট দিয়ে কনফার্ম বাটনে ট্যাপ করুন।
৪। আপনার লোকেশন ডিফল্ট পিকআপ লোকেশন হিসাবে থাকবে। পিকআপ এজেন্ট-এর সুবিধার্থে ডিরেকশন প্রদান করুন।
৫। কুরিয়ার মেথড সিলেক্ট করুন। হোম পিকাপ সিলেক্ট করলে আপনার লোকেশন থেকেই প্রোডাক্ট পিক করা হবে
৬। সকল তথ্য সঠিক থাকলে সেন্ড রিকোয়েস্ট বাটনে ট্যাপ করলেই আপনার অর্ডারটি প্লেস হয়ে যাবে। বিকাল ৪টার আগে রিকোয়েস্ট দিলে আপনার প্যাকেজটি সেদিনই পিকআপ করা হবে।
৭। আপনার প্যাকেজটি পিকআপ করার জন্য একজন এজেন্ট অ্যাসাইন করা হবে। পিকআপ এজেন্ট অ্যাসাইন করা হলে তার সাথে যোগাযোগ করতে পারবেন।
৮। অর্ডারটি পিক হওয়ার পরে ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত আপনি ট্র্যাক করতে পারবেন
পাঠাও কুরিয়ার সম্পর্কিত যেকোন তথ্য জানতে কল করুন 09610003030 নম্বরে কিংবা ইমেইল করুন [email protected]