পাঠাও ফুড-এ অর্ডার করে জিতে নিন LED Smart TV, বাংলাদেশের ম্যাচের দিন!
- পাঠাও ফুড
- অক্টোবর 11, 2023
পাঠাও ফুড নিয়ে এলো ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ উপলক্ষে টিভি জিতে নেওয়ার আকর্ষণীয় সুযোগ। বাংলাদেশ ম্যাচের দিনগুলোতে পাঠাও ফুড থেকে সর্বোচ্চ অর্ডারকারীকে দেওয়া হবে একটি স্মার্ট অ্যান্ড্রয়েড এলইডি টিভি। সেমি ফাইনালের আগে যত বেশি অর্ডার করবেন তত বেশি হবে আপনার টিভি জিতে নেওয়ার সম্ভাবনা।
আসুন জেনে নেই যেভাবে জিতবেন এই টিভিঃ
১) পাঠাও অ্যাপ ওপেন করে পাঠাও ফুড থেকে সবচেয়ে বেশিবার অর্ডার করুন।
২) সেমি ফাইনালের আগে সবচেয়ে বেশি অর্ডারকারী জিতবেন একটি স্মার্ট অ্যান্ড্রয়েড এলইডি টিভি।
3) ক্যাম্পেইন টাইমলাইনঃ
তারিখ | ১০ অক্টোবর – ১১ নভেম্বর ২০২৩ |
শর্তাবলীঃ
- ক্যাম্পেইনের সময়সীমাঃ ১০ অক্টোবর ২০২৩ থেকে ১১ নভেম্বর ২০২৩
- বিজয়ী ঘোষনা করা হবেঃ ১৪ নভেম্বর ২০২৩
- পাঠাও ফুড-এ ৬,৭,৮ অক্টোবর ২০২৩ এ যারা অর্ডার করেছেন, শুধুমাত্র তাদেরকে নিয়েই পাঠাও এই ক্যাম্পেইনটা পরিচালিত করছে।
- শুধুমাত্র বাংলাদেশের ম্যাচের দিন যারা অর্ডার করবেন তাদের মধ্যে সবচেয়ে বেশি অর্ডারকারী বিজয়ী ঘোষণা করা হবে।
- বিজয়ী ঘোষনা করার সময় সমান সংখ্যক অর্ডার থাকলে, সবচেয়ে বেশি অর্ডার এবং সর্বমোট অর্ডার ভ্যালুর উপর ভিত্তি করে বিজয়ী ঘোষণা করা হবে।
- বিজয়ী সিলেক্ট করার ক্ষেত্রে পাঠাও কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
- পাঠাও বিজয়ীর সাথে সরাসরি যোগাযোগ করবে।
- পাঠাও যে কোন সময় শর্তাবলী পরিবর্তন করার অধিকার রাখে।
- পাঠাও-এর সরাসরি কর্মরত কেউ এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবে না।
- এটি শুধুমাত্র ঢাকার জন্য প্রযোজ্য।
- সমসাময়িক চলা অন্য ক্যাম্পেইনের বিজয়ী এ ক্যাম্পেইনের বিজয়ী হতে পারবেন না। একজন ব্যক্তি শুধুমাত্র একটি ক্যাম্পেইনেরই বিজয়ী বলে গন্য হবেন।
- কেউ যদি একাধিক সমসাময়িক ক্যাম্পেইনের বিজয়ী হন তাহলে তাকে তুলনামূলক বড় প্রাইজের জন্য বিজয়ী করা হবে।
বিঃ দ্রঃ
- কোনো প্রকার প্রতারণামূলক কাজের মাধ্যমে ক্যাম্পেইনের নিয়মভঙ্গ হলে ইউজারের অংশগ্রহণ বাতিল করা হবে।