পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

পাঠাও ফুড এ আপনার কার্ট করুন আপডেট

pathao food cart update

পাঠাও ফুডে এলো আকর্ষণীয় ফিচার। এখন চাইলেই আপনার অর্ডার করা ফুড কার্টে যুক্ত করতে পারবেন নতুন ফুড আইটেম, চাইলে বদলাতে পারবেন আগের ফুড অর্ডারও। আর অর্ডার ক্যান্সেল করার প্রয়োজন পড়ছে না। পাঠাও ফুডের সাথে জীবন হবে এখন আগের চেয়েও কমফোর্টেবল।

অপশনটি কিভাবে কাজ করে?

যখন ফুডম্যান আপনার ফুড অর্ডারটি পিক করতে রেস্টুরেন্টে পৌঁছাবে তখন আপনি কল করে  আপনার অর্ডার আপডেট করতে পারবেন। আপনার অর্ডার করা আইটেমটি যদি এভেইলেবল না থাকে সেক্ষেত্রে ফুডম্যান আপনাকে কল করে অর্ডার কনফার্ম করবে বা ফুডকার্ট আপডেট করবে।

ফুড কার্টে কিভাবে যোগ করবেন নতুন আইটেম! অর্ডারে নতুন আইটেম যোগ করতে নীচের ধাপগুলো অনুসরণ করুন:

ধাপ ১- 

আপনার ফুড অর্ডার পিক করার আগে ফুডম্যান  আপনার অ্যাপে push notification পাঠিয়ে জানতে চাইবে আপনি কি আপনার অর্ডার আপডেট করতে চান?

ধাপ ২-  

আপনি স্ক্রিনে দেখতে পাবেন আপনি কি আপনার অর্ডার কার্ট আপডেট করতে চান। যদি কার্ট আপডেট করতে চান তাহলে > lets Update Cart> প্রেস করুন

ধাপ ৩- 

যখন আপনি অর্ডার কার্ট আপডেট করতে চাইবেন তখন আপনি স্ক্রিনে আগে অর্ডার করা আইটেমগুলো দেখতে পাবেন। সেখানে আপনি নতুন আইটেম যোগ করতে পারবেন বা চাইলে বাদ দিতে পারবেন। আপনি যদি আগের অর্ডার রাখতে চান তবে সরাসরি ধাপ ৬ তে চলে যান। 

আর যদি অর্ডারে নতুন  আইটেম যোগ করতে চান তাহলে ধাপ ৪ অনুসরণ করুন। 

নোটঃ কার্ট আপডেট করতে হলে অন্তত একটি আইটেম যুক্ত করতে হবে। আপনি আপডেট কার্ট খালি রাখতে পারবেন না।

ধাপ ৪- 

নতুন  আইটেপ যুক্ত করতে  > Add New Item > প্রেস করুন। তারপর স্ক্রীনের নীচে আসা  > Confirm Changes > প্রেস করুন।

ধাপ ৫-  

এবার আপনার স্ক্রিনে নতুন অ্যাড করা আইটেম সহ লিস্ট দেখাবে। এখানে শুধু আপনাকে > Confirm Changes > প্রেস করে অর্ডার কনফার্ম করতে হবে।

ধাপ ৬- 

 এই সর্বশেষ ধাপে পাঠাও আপনার কাছে জানতে চাইবে আপনি নতুন যুক্ত করা আইটেম সহ আপনার আপডেটেড কার্ট অর্ডার কি কনফার্ম করতে চান? জাস্ট   > Confirm > প্রেস করুন। 

ধাপ ৭- 

প্রেস <Okay>  ব্যাস হয়ে গেল আপনার আপডেটেড অর্ডার কনফার্ম। এবার শুধু আপনার অর্ডারটি পৌঁছাবার পালা।

আর থাকবে না অর্ডার ক্যান্সেল করার ঝামেলা! আপডেট কার্ট ব্যবহার করা হবে বেষ্ট ও স্মার্ট চয়েস। এখন পাঠাও ফুড এ পাচ্ছেন বেষ্ট ডিল ও ফাস্টেস্ট ডেলিভারি একটি ক্লিকেই।