পাঠাও নিয়ে এলো শীতের স্বাদ একদম আপনার দোরগোড়ায়
- পাঠাও ফুড
- জানুয়ারি 15, 2026
ঢাকার শীত খুব দ্রুতই আসে-যায়, কিন্তু শীতের স্বাদ থেকে যায় সবসময়। আর সেই ভালোবাসা থেকেই, তৃতীয়বারের মতো পাঠাও ফিরিয়ে আনছে শীতের স্বাদ, যাতে শীতের সব প্রিয় খাবার উপভোগ করতে পারেন ঘরে বসেই।
গরম গরম পিঠা থেকে শুরু করে শীতের বিশেষ সব পদ, যেগুলো খেয়েই মনে পড়ে যায় চিরচেনা সেই শীতের দিনগুলো। আর তাই এই শীতে শীতের স্বাদ এসেছে আপনার শীতটাকে আরও বিশেষ করে তুলতে।
শীতের স্বাদ, এবার ঘরেই পৌঁছে যাবে
১৫ জানুয়ারি, ২০২৬ থেকে ৩১ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত (বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত), ঢাকাবাসী ঘরে বসেই উপভোগ করতে পারবেন শীতের আসল স্বাদ।
এ বছর প্রায় ৩১টি ভেন্ডরকে একসাথে এনেছি আমরা, পছন্দের পিঠার দোকান আর স্ট্রিট ফুড বিক্রেতাদের মিশেলে, যেন প্রতিটা অর্ডারেই থাকে আসল স্বাদ, পরিচিত অনুভূতি আর শীতের উষ্ণতা।
পিঠা, নস্টালজিয়া আর শীতের সব আয়োজন
এই শীতে পাবেন সেই সব ক্লাসিক স্বাদ, যেগুলো ছাড়া শীতই অসম্পূর্ণ। গরম গরম ভাপা পিঠা, চিতই পিঠা যার সাথে জমবে মজাদার হাঁসের ঝোল, আর নানান রকম মুখরোচক ভর্তা, যা প্রতিটা খাবারকে করে তুলবে একেবারে দেশি শীতের ভোজ।
মিরপুর, বনশ্রী, রামপুরা, মগবাজার, মালিবাগ, তেজগাঁও, মহাখালী, খিলগাঁও, কলাবাগান, ধানমন্ডি, মোহাম্মদপুর, বনানী, উত্তরা, গুলশান, বসুন্ধরা আর নিকুঞ্জ, ঢাকার বিভিন্ন প্রান্তের ভেন্ডরদের শীতের স্পেশাল এখন মাত্র কয়েক ট্যাপ দূরেই।
না ট্রাফিকের ঝামেলা, না ঠান্ডায় বাইরে বের হওয়ার কষ্ট। গরম গরম শীতের স্বাদ অর্ডার করলেই চলে আসবে একদম আপনার দরজায়।
Pathao Food-এ শীতের স্বাদ উপভোগ করবেন যেভাবে
- পাঠাও অ্যাপ খুলুন
- পাঠাও ফুড-এ যান
- শীতের স্বাদ ট্যাবে ট্যাপ করুন
- পছন্দের খাবার বেছে নিয়ে অর্ডার করুন
পরিবারের সাথে পিঠা খাওয়া হোক, বন্ধুদের সাথে শীতের ভোজ, কিংবা নিজের জন্য একটু নিরিবিলি সময়, পাঠাও-এর শীতের স্বাদ সবটাই পৌঁছে দেবে আপনার কাছে।
এখনই অর্ডার করুন, পাঠাও ফুড-এর সাথে ঘরেই উপভোগ করুন শীতের স্বাদ।