পাঠাও রেস্টো অ্যাপ!
- নিউজরুম
- এপ্রিল 10, 2022
পাঠাও এনেছে নতুন ফিচার পাঠাও রেস্টো অ্যাপ। রেস্টো পার্টনারদের উন্নত সেবাদানে পাঠাও ফুড অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য পাঠাও এই নতুন রেস্টো অ্যাপটি নিয়ে এসেছে। অ্যাপটি রেস্টো পার্টনাররা এখন সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিজেদের মোবাইল ডিভাইস কিংবা ট্যাবলেটে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন।
পার্টনাররা এর মাধ্যমে তাদের মোবাইল ডিভাইসে অর্ডার, ব্যবসার অ্যানালিটিক্স ম্যানেজ এবং ট্র্যাক করতে পারবেন।
আমাদের সার্ভিসগুলোঃ
- রিয়েল টাইম অর্ডার ট্র্যাকিংঃ অর্ডারটি কতদূর আছে এবং কোথায় আছে, তা ট্র্যাক করতে পারবেন
- অর্ডার হিস্টোরিঃ পূর্বের অর্ডারগুলো এই অপশন এ দেখতে পাবেন
- মেনু আইটেমস অ্যাভেলেবিলিটি ম্যানেজমেন্টঃ মেনুতে যে আইটেম গুলো আছে, তা অ্যাভেলেবল আছে কিনা দেখতে পাবেন এই অপশন এ
- স্ট্যাটস এবং পারফর্মেন্স ট্র্যাকিংঃ আপনি কতগুলো অর্ডার পেয়েছেন এবং কেমন পারফর্ম করছেন এই অপশনে তা থাকবে
অ্যাপটি যেভাবে ব্যবহার করবেনঃ
ধাপ ১ঃ
রেস্টো অ্যাপের মাধ্যমে লগ-ইন করুন
ধাপ ২ঃ
অর্ডার আসলে অর্ডারে ক্লিক করে অর্ডার স্ট্যাটাস আপডেট করুন
এছাড়া কোন তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।