পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

দিনটা শুরু হোক Pathao Breakfast Bites-এর সাথে

Breakfast Bites

ব্যস্ততায় শুরু হওয়া সকালে, মজাদার ও হেলদি ব্রেকফাস্ট যদি আপনার দোরগোড়ায় পৌঁছে যায় তাহলে কেমন হয় বলুন তো? এখন পাঠাও ফুডের Breakfast Bites ট্যাব থেকে আপনার এলাকা অনুযায়ী ঢাকা, চট্টগ্রাম আর সিলেটের জনপ্রিয় রেস্টুরেন্টের ব্রেকফাস্ট অর্ডার করতে পারবেন সহজেই, আর সাথে পেয়ে যাবেন দারুণ সব  ডিসকাউন্টও!

১৫% ডিস্কাউন্টে মজাদার সব ব্রেকফাস্ট!

ব্রেকফাস্ট অর্ডারে ১৫% ডিসকাউন্ট পেতে ঢাকায় প্রোমো কোড BITESDHK, চট্টগ্রামে  CTGBITES, সিলেটে SYLBITES চেকআউটের সময় ব্যবহার করুন। পরোটা থেকে শুরু করে তেহারি কিংবা পেস্ট্রি,আপনার পছন্দের সব ব্রেকফাস্ট একসাথে পেয়ে যাবেন পাঠাও ফুড-এর Breakfast Bites ট্যাবে।

কীভাবে অর্ডার করবেন:

১। পাঠাও অ্যাপ ওপেন করুন- পাঠাও ফুড থেকে Breakfast Bites ট্যাবে ক্লিক করুন।

২। ব্রেকফাস্ট অপশনগুলো চেক করুন- আপনার এলাকা অনু্যায়ী ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে পছন্দের রেস্টুরেন্ট সিলেক্ট করুন।

৩। প্রোমো কোড অ্যাপ্লাই করুন- পছন্দের আইটেম সিলেক্ট করে চেক আউটের সময় প্রোমো কোড অ্যাপ্লাই করে পেয়ে যান ১৫% ডিস্কাউন্ট!

৪। চলে আসবে ফাস্টেস্ট ডেলিভারিতে- এবার ফাস্টেস্ট ডেলিভারিতে উপভোগ করুন আপনার পছন্দের ব্রেকফাস্ট।

এখন আর খুঁজে খুঁজে ব্রেকফাস্ট বের করে অর্ডার দেয়ার ঝামেলা নেই! Breakfast Bites ট্যাব থেকে পছন্দের ব্রেকফাস্ট দারুণ সব ডিস্কাউন্টে অর্ডার করে উপভোগ করুন সহজেই! অর্ডার করুন এখনই!

পাঠাও