পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

রাজধানীর সেরা যত ডেজার্ট প্লেস

ডেজার্ট খেতে কে না ভালোবাসে! আপনি যদি হন সুইট্টুথ, ভালোবাসেন ডেজার্ট, ব্রাউনি, আইসস্ক্রিম সহ মুখরোচক খাবার, যা জিভে আনবে, স্বাদ- মনকে করবে মুহূর্তে ভালো; তাদের জানাতে এলাম ঢাকার সেরা সব ডেজার্ট প্লেস যা অনেকের প্রিয়।

চলুন তবে  জেনে নেয়া যাক রাজধানীর সেরা যত ডেজার্ট প্লেস এর খোঁজখোঁজখবর।

Movenpick

ঢাকায় বসে যদি পেতে চান সুইস আইসক্রিমের অরিজিনাল স্বাদ তাহলে আপনার বেষ্ট চয়েস হতে পারে এককথায় গুলশানের  Movenpick। ২২টি ভিইন্ন স্বাদ, ভিন্ন ফ্লেভারের আইস্ক্রিম ছাড়াও তাদের ওয়াফেলস, প্যানকেক, সুইস চকলেট ও জুস অনেক জনপ্রিয়।

Tabaq

খেতে ইচ্ছে করছে চিজ কেক ব্রাউনি, রিচ ময়েস্ট মিল্ক- চকলেট কেক,  ম্যাংগো- স্ট্রবেরী ক্রাম্বলস, বা ডার্ক চকলেট গ্যানাশে তাহলে সেরা প্লেস হবে Tabaq। রাজধানীর গুলশান, কাওরানবাজার, বসুন্ধরা, যমুনা ফিউচার পার্ক সহ বিভিন্ন জায়গায় এর ব্রাঞ্চ রয়েছে।     

North End Coffee Roaster

কফির পাশাপাশি ডেজার্ট হিসেবে North End এর ব্রাউনি রয়েছে অনেকের পছন্দের তালিকায়। এছাড়াও রয়েছে গ্রানোলা ও ট্রিপল চকলেট। রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডিসহ বিভিন্ন জায়গায় এর শাখা রয়েছে।

Butlers Chocolate Cafe

যদি প্রিয় মানুষদের দিতে চান চকলেটি সারপ্রাইজ তবে বেছে নিতে পারেন চকলেটের রাজ্যের হ্যাপেনিং প্লেস Butlers Chocolate Cafe। হট চকলেট ড্রিঙ্ক বা আইস কোল্ড অথবা শুধু চকলেট খেতে না চাইলে আছে চকলেট লাভা কেক, নিউজিল্যান্ড চিজ কেক বা চকলেট ফাজ কেক যা আপনার টেস্ট বাডকে দিবে ভিন্নতা। 

Newzealand Natural Bangladesh

মিল্ক মেইড ফুড আইটেমের জন্য নিউজিল্যান্ড বিশ্বব্যাপী জনপ্রিয়। তাই তাদের অথেনটিক ফ্লেভারের দেখা আইসস্ক্রিমেও পাওয়া যায়। বনানী-১১ এর Newzealand Natural Bangladesh এ মিলবে ৩০টি ফ্লেভারের আইস্ক্রিম। এছাড়াও তাদের জনপ্রিয় ডেজার্ট ডিশের মধ্যে পাবেন টপিং ও সিরাপ দেয়া সানডেইস, চকলেট ড্রিম ইত্যাদি।

Glazed

সিনামন রোল, চকলেট গ্লেজড টুইস্ট বা আপেল ফ্রিটার,পছন্দের তালিকায় যদি থাকে ডোনাট। তবে আপনার জন্য বেষ্ট প্লেস Glazed। রাজধানীর ধানমণ্ডি, গুলশান, বসুন্ধরা সহ বিভিন্ন জায়গায় তাদের শাখা রয়েছে।

Gellatisimo Cafe

৪০ টি ভিন্ন ফ্লেভারের জেলাটো ক্লাসিক, কেক বা ব্যাম্বিনো কোন Gellatisimo Cafe আপনাদের জন্য সাজিয়ে রেখেছে মজার ভিন্ন ভিন্ন চমক। গুলশান, বনানী, বেইলি রোড উত্তরা সহ বিভিন্ন জায়গায় তাদের শাখায় পাবেন ভিন্ন টেস্টের দেখা।