পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

রাইড দিন এবং জিতে নিন ৫টি নতুন বাইক এই ঈদে!

রাইড দিন এবং এই ঈদে জিতে নিন ৫টি নতুন বাইক!

এই ঈদে বাংলাদেশে প্রথমবারের মতো পাঠাও তাদের সম্মানিত রাইডারদের জন্য নিয়ে এলো আকর্ষণীয় রানার বাইক জেতার সুযোগ। পবিত্র রমজান মাসে মূল্যবান রাইডারদের নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমকে সম্মান জানাতে পাঠাও এর এই প্রচেষ্টা। প্রতিযোগিতার শর্তগুলো খুব সহজ। সর্বাধিক পরিমাণ রাইড শেয়ার করুন এবং জিতুন রানারের একদম নতুন টার্বো এবং কাইট+ মোটরসাইকেল! ঢাকা, সিলেট এবং চট্টগ্রামের সকল রাইডারদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ করা হচ্ছে।

নিয়মাবলীঃ

১) সর্বোচ্চ পরিমাণ বাইক রাইড শেয়ার করুন ২৩শে মে থেকে ৬ই জুন, ২০১৮ এর মধ্যে।
২) রমজান মাসে নিজ নিজ শহরের ‘লিডারবোর্ড’ এ শীর্ষে থাকতে হবে।
৩) রাইডারদের বেশি বেশি রাইড শেয়ার করতে উৎসাহিত করা হচ্ছে, তবে এক্ষেত্রে অবশ্যই নিশ্চিত করতে হবে যেন সার্ভিসটি নিরাপদ ও সঠিকভাবে প্রদান করা হয়।
৪) রাইডারের ইতিবাচক রেটিং বিবেচনায় রাখা হবে।
৫) কোন ধরণের প্রতারণামূলক কার্যক্রম গ্রহণযোগ্য নয়।
৬) সেরা ৫ জন বিজয়ীর নাম ৭ই জুন প্রকাশ করা হবে।
৭) বিজয়ীদের সঙ্গে পাঠাও যোগাযোগ করবে।

এই প্রতিযোগিতা মূল উদ্দেশ্য কঠোর পরিশ্রমী রাইডার এর ‘ঈদ-উল- ফিতর’ আনন্দময় এবং সুন্দরময় করার। রমজান মাসজুড়ে আপনাদের জন্য শুভ কামনা রইল।

পাঠাও জয়েন করুন

ডাউনলোড পাঠাও অ্যাপ