পাঠাও ফুড-এ হবে ডাবল ইনকাম!
- পাঠাও ফুড
- আগস্ট 5, 2020
প্রিয় পাঠাও ফুডম্যান, এখন থেকে আপনি পেতে পারেন একসাথে এক বা তার অধিক ফুড অর্ডার রিকোয়েস্ট।
একজন ইউজার আপনার নিকটস্থ কোন রেস্টুরেন্ট থেকে ফুড অর্ডার করলে, তার রিকোয়েস্টটি আপনার কাছে যাবে। ফুড অর্ডারটি আক্সেপ্ট বা গ্রহণ করার পর, যদি একই রেস্টুরেন্ট থেকে আরেকজন ইউজার নিকটস্থ লোকেশন থেকে ফুড অর্ডার করেন, তার রিকোয়েস্টটিও আপনি পাবেন এবং গ্রহণ করতে পারবেন প্রথম অর্ডারটি চলাকালীন সময়ের ভিতরেই।
একই সাথে এক বা অধিক ফুড অর্ডার ডেলিভারি করতে প্রথমে ডেলিভারি করতে হবে প্রথমে আসা ফুড অর্ডারটি। অর্থাৎ ধারাবাহিকভাবে যে অর্ডারটি আগে আসবে তা আগে ডেলিভার করতে হবে।
একই সাথে এক বা অধিক ফুড অর্ডার রিকোয়েস্ট গ্রহণ করে ডেলিভারি করার প্রক্রিয়াটি জেনে নিন –
ধাপ ১ –
আপনার ফোন এ আসা ফুড রিকোয়েস্ট অ্যাক্সেপ্ট করুন।
ধাপ ২ –
একই সময়ে যদি প্রথম অর্ডার এর রেস্টুরেন্ট-এ আরেকজন ইউজার ফুড অর্ডার রিকোয়েস্ট করেন, তবে তা আপনার কাছে চলে যাবে। আপনার অর্ডার প্লেসমেন্ট এর সময় থেকে রেস্টুরেন্ট থেকে ফুড রিসিভ করার আগ পর্যন্ত পরবর্তী অর্ডারটি আসার সম্ভাবনা থাকবে, যা স্বাভাবিক অর্ডার রিকুয়েস্টের মত করেই আপনার ফোনে আসবে। আপনার কাছে আসা দ্বিতীয় অর্ডার রিকোয়েস্টটি আক্সেপ্ট করুন।
ধাপ ৩ –
দ্বিতীয় অর্ডারটি একসেপ্ট করার পর আপনি অ্যাপ স্ক্রিনে অর্ডার ২ এর তথ্য দেখতে পারবেন। সাধারণভাবে অর্ডারের জন্য যে প্লেসমেন্ট পদ্ধতি ব্যবহার করে থাকেন তা অনুসরণ করে অর্ডার ২ টি রেস্টুরেন্টে প্লেস করুন। অর্ডারের নাম্বার টি আপনি ডেলিভারি ঠিকানার উপরে এবং অর্ডার লিস্টে উপরে ডান পাশে দেখতে পারবেন।
ধাপ ৪ –
অর্ডার ২ প্লেস করার পর আপনাকে অর্ডার ১ টিও প্লেস করতে হবে। অর্ডার ১ এর বিবরণ দেখার জন্য আপনার স্ক্রিন এ আসা নোটিফিকেশন বাবল (সবুজ রঙের) এ ট্যাপ করুন। এই বাবল থেকে আপনি অর্ডার দুইটির মধ্যে সুইচ করতে পারবেন। বাবলে ট্যাপ করার পর আপনি সচল থাকা দুইটি অর্ডারের তথ্য দেখতে পারবেন। এখন অর্ডার ১ এর কার্ডে DETAILS বাটনে প্রেস করুন। আপনি অর্ডার ১ এর তথ্য স্ক্রিনে দেখতে পারবেন।
ধাপ ৫ –
অর্ডার ১ এর জন্য সাধারণভাবে যে প্লেসমেন্ট পদ্ধতি ব্যবহার করে থাকেন তা অনুসরণ করুন।
ধাপ ৬ –
অর্ডারগুলো রেস্টুরেন্ট থেকে কালেক্ট করে, অর্ডার ১ এর ডেলিভারি স্টার্ট করুন। মনে রাখবেন, আপনাকে দুইটি অর্ডারের খাবার একই সাথে কালেক্ট করে ডেলিভারি শুরু করতে হবে।
ধাপ ৭ –
অর্ডার ১ ইউজারকে বুঝিয়ে দিয়ে “ফিনিশ ডেলিভারি” বাটনে ক্লিক করে ডেলিভারি-টি সম্পন্ন করুন।
ধাপ ৮ –
অর্ডার ২ এর ডেলিভারি স্টার্ট করুন।
ধাপ ৯ –
অর্ডার ২ ইউজারকে বুঝিয়ে দিয়ে ডেলিভারি-টি সম্পন্ন করুন।