পাঠাও এ রাইডার অথবা ক্যাপ্টেন হিসেবে জয়েন করলেই বোনাস!
- পাঠাও কার
- আগস্ট 13, 2018
পাঠাও এ রাইডার অথবা ক্যাপ্টেন হিসেবে জয়েন করলেই বোনাস!
জয়েন করলেই বোনাস! ৭ থেকে ৩১ জুলাই মধ্যে পাঠাও এ রাইডার অথবা ক্যাপ্টেন হিসেবে জয়েন করলেই পাচ্ছেন আকর্ষণীয় জয়েনিং বোনাস। এই অফার অনুযায়ী, ঢাকা জোনে একজন রাইডার ১৫ দিনে ৩০টি রাইড কমপ্লিট করলে পাচ্ছেন ১,২০০ টাকা এবং একজন ক্যাপ্টেন পাচ্ছেন ৫,০০০ টাকা। অন্যদিকে চট্টগ্রাম জোনে একজন রাইডার ১৫ দিনে ৩০টি রাইড কমপ্লিট করলে পাচ্ছেন ১,২০০ টাকা এবং একজন ক্যাপ্টেন পাচ্ছেন ৩,০০০ টাকা।
এই অফারের আরো আকর্ষণীয় দিক হচ্ছে জয়েনিং বোনাস জিতে নিতে কোন প্রকার কমপ্লিশন রেট থাকছে না। অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে ৩০টি রাইড দিলেই আপনি বোনাসটি পাচ্ছেন।
তাই দেরি না করে আজই জয়েন করুন আর খুব সহজে জিতে নিন আকর্ষণীয় জয়েনিং বোনাস।
বিঃ দ্রঃ নারায়ণগঞ্জ এবং গাজীপুরের জন্য ঢাকার অফার প্রযোজ্য।