পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

পাঠাওতে জয়েন করলেই ১০০০০ টাকা বোনাস!

পাঠাওতে জয়েন করলেই ১০০০০ টাকা বোনাস!

১৬ই ফেব্রুয়ারি থেকে পাঠাও-এর ভেরিফাইড ক্যাপ্টেন হিসেবে জয়েন করুন এবং ১০,০০০টাকা বোনাস পাওয়ার সুযোগ করে নিন! এই অফারটি চলবে ১৫ই মে,২০১৮ পর্যন্ত। নিচে বিস্তারিত দেওয়া হলঃ

একজন ক্যাপ্টেন ভেরিফিকেশনের পর নির্ধারিত সময়সীমার (১৬ই ফেব্রুয়ারি- ১৫ই মে,২০১৮) মধ্যে প্রথম রাইড নিলেই এই বোনাসের সুযোগটি লাভ করতে পারবেন। স্তর ১ সম্পূর্ণ করলে একজন ক্যাপ্টেন পরের সপ্তাহে নির্ধারিত বোনাস পাবেন। একজন ক্যাপ্টেন স্তর ১ সম্পূর্ণ করলে, পরের স্তর পূর্ণ করতেও চেষ্টা করতে পারেন! যদিও একজন ক্যাপ্টেন বোনাস হিসেবে ১০,০০০টাকা লাভ করতে পারবেন। কোন প্রকার জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে ক্যাপ্টেনকে বোনাসের অযোগ্য ধরা হবে।

স্তর ১:

  • স্তরের টার্গেট ( প্রতি সপ্তাহে) :- ৩০ ট্রিপস 30 trips
  • টাকার পরিমাণ :- ৳৫,০০০/-
  • কমপ্লিটেশন রেট:-টার্গেট নেই

স্তর ২:

  • স্তরের টার্গেট ( প্রতি সপ্তাহে):-৩০ ট্রিপস
  • টাকার পরিমাণ :- ৳৫,০০০/-
  • কমপ্লিটেশন রেট:- টার্গেট নেই

কিভাবে ‘পাঠাও ক্যাপ্টেন’ হবেন?

গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করুন ‘পাঠাও ড্রাইভ’। বিস্তারিত তথ্য এবং মোবাইল নম্বর পূরণ করে ‘পাঠাও কার্স’ সিলেক্ট করে সাইন আপ করুন।
বা,
পাঠাও অফিসে ভেরিফিকেশনের জন্যে যোগাযোগ করুন নিম্নে উল্লেখিত কাগজপত্র নিয়ে,

১) জাতীয় পরিচয়পত্র/ স্মার্ট কার্ড
২) ড্রাইভিং লাইসেন্স
৩) গাড়ির রেজিস্ট্রেশনের কাগজ
৪) কর টোকেন
৫) ফিটনেস কাগজ
৬) সেফটি কভারেজ

পাঠাও অফিস থেকে ট্রেনিং নিন এবং হয়ে যান ভেরিফাইড একজন পাঠাও ক্যাপ্টেন!

শর্তাবলি:

যাবতীয় প্রতারণামূলক কর্মকান্ড থেকে বিরত থাকুন। এ জন্যে পাঠাও আপনার সকল লেনদেন বন্ধ করে দেয়ার পাশাপাশি আপনার একাউন্ট সাসপেন্ড করে দেয়ার অধিকার রাখে।
যদি কোন ক্যাপ্টেন যদি প্রথম স্তর পূরণ করতে ব্যর্থ হন, তাহলে তিনি অন্য স্তরের জন্য অযোগ্য হিসেবে বিবেচিত হবেন।
পাঠাও ক্যাম্পেইন চলাকালীন সময়ে ক্যাম্পেইনে পরিবর্তন এবং বন্ধ রাখার সম্পূর্ণ এখতিয়ার রাখে।

জয়েন করতে ক্লিক করুন

ডাউনলোড পাঠাও অ্যাপ