পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

ইউজারদের জন্যে পাঠাও পে, দ্রুত পেমেন্টের স্মার্ট সমাধান

ইউজারদের জন্যে পাঠাও পে, দ্রুত পেমেন্টের স্মার্ট সমাধান

রাইডারদের জন্যে পাঠাও পে মানে দ্রুত পেমেন্টের স্মার্ট সমাধান । পাঠাও পে সার্ভিসটি থাকলে সাথে টাকা আছে কি নেই তা নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না। ঝামেলাবিহীন ও সহজ এই ‘ক্যাশ-লেস’ প্ল্যাটফর্ম এর মূল লক্ষ্য হলো সব রাইডের পেমেন্ট পদ্ধতি আরো সহজ করে দেওয়া।

পাঠাও পে ব্যবহার করলেঃ

  • ভাংতি নিয়ে আর নয় টেনশন
  • পাঠাও পে এর মাধ্যমে পেমেন্ট মানেই বাঁচবে টাকা (বিশেষ ডিসকাউন্ট)
  • খুব সহজে ও স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায়
  • সম্পূর্ণ নিরাপদ লেনদেন
  • বাঁচবে সময়
  • সব ধরণের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস ব্যবহার করা যাবে পাঠাও পে রিচার্জের জন্য

কিভাবে অ্যাক্টিভেট করবেন পাঠাও পে?

১. পাঠাও পে ব্যবহার করতে হলে শুরুতেই প্লে ষ্টোর থেকে আপনার পাঠাও অ্যাপটি আপডেট করে ফেলুন

Image Description

 

২. Activate Pathao Pay বাটনটি চাপুন

Image Description৩. আপনার ফোন নাম্বারে একটি ৬-অক্ষরের কোড পাঠানো হবে এসএমএস এর মাধ্যমে।
এই কোডটি ব্যবহার করে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করুন।

Image Description

৪. আপনার নিজস্ব একটি গোপন পিন কোড সেট করুন।

Image Description৫. অ্যাকটিভেট হয়ে গেলো আপনার পাঠাও পে। শুরুতে আপনার ব্যালেন্স থাকবে ৳০.০০ এবং এই বিশেষ ব্যালেন্সটি সকল ‘পাঠাও পে’ লেনদেন অনুযায়ী পরিবর্তন হবে।
Image Description

কিভাবে আপনার অ্যাকাউন্ট এ টাকা রিচার্জ করবেন?

আপনি দুই ভাবে আপনার অ্যাকাউন্ট এ টাকা রিচার্জ করতে পারবেন।
অনলাইন পেমেন্ট এর মাধ্যমে অথবা আমাদের মুভিং এজেন্ট অর্থাৎ রাইডার এবং ক্যাপ্টেনদের মাধ্যমে।

অনলাইন পেমেন্ট এর মাধ্যমে রিচার্জ করতে:

১. প্রথমে “Recharge” বাটনটি ক্লিক করুন।
Image Description

২. আপনি কত টাকা রিচার্জ করতে চান তা লিখুন। তারপর ‘Confirm’ বাটনটি ক্লিক করুন
Image Description

৩. আপনার কনফার্মেশন এর পর আপনাকে অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া হবে। তারপর আপনার পছন্দের প্ল্যাটফর্ম সিলেক্ট করুন এবং “Pay now” বাটনটি ক্লিক করুন
Image Description৪. রিচার্জ করার জন্য পছন্দের ডেবিট/ক্রেডিট কার্ড কিংবা পছন্দের মোবাইল ব্যাংকিং অথবা ইন্টারনেট ব্যাংকিং প্লাটফর্ম করুন। সম্পূর্ণ নিরাপদ এই লেনদেন সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় তথ্য দিন। কিছুক্ষণের মধ্যে সফলভাবে রিচার্জ সম্পন্ন হয়ে যাবে।

মুভিং এজেন্ট অর্থাৎ রাইডার এবং ক্যাপ্টেনদের মাধ্যমে রিচার্জ করতে:

আপনার পাঠাও পে ফোন নম্বর এবং কত পরিমাণ টাকা রিচার্জ করতে চান তা মুভিং এজেন্ট কে বলুন। মুভিং এজেন্ট এর অ্যাকাউন্ট এ পর্যাপ্ত ব্যালেন্স থাকলে তিনি আপনার অ্যাকাউন্ট রিচার্জ করে দিবেন।
কিছুক্ষণের মধ্যেই টাকা ট্রান্সফার হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে।

Untitled-1

বিঃদ্রঃ আপনার সকল লেনদেন অ্যাপ এর Transactions অপশনে দেখতে পাবেন।

Image Description

আপনি কিভাবে পাঠাও পে এর মাধ্যমে টাকা পরিশোধ করবেন?

১. আপনার রাইড রিকোয়েস্ট করুন।
Image Description

২. রাইড শেষ হলে আপনার ফোনের স্ক্রিনে পাঠাও পে এবং ক্যাশ পেমেন্ট এর অপশন দেখতে পাবেন, যদি আপনার পর্যাপ্ত পাঠাও পে ব্যালেন্স থেকে থাকে ।
আপনি পাঠাও পে দিয়ে টাকা পরিশোধ করতে চাইলে “Pathao Pay” অপশনটি সিলেক্ট করুন।
Image Description

৩. তারপর আপনার ৪-ডিজিটের গোপন পিন লিখুন আর Confirm বাটনটি ক্লিক করুন।
ব্যাস, আপনার পেমেন্ট সম্পন্ন হয়ে গেল!
Image Description

৪. নগদ টাকা দিয়ে পেমেন্ট করতে “Pay Via Cash” ক্লিক করুন
Image Description

কিভাবে আপনার লেনদেন ট্র্যাক করবেন?

১. পাঠাও পে হোম স্ক্রিন থেকে Transaction বাটনটি ক্লিক করুন
Image Description

২. এই স্ক্রিনে আপনি আপনার সকল লেনদেন দেখতে পারবেন এবং আরো বিস্তারিত তথ্য জানতে যেকোন লেনদেনে ক্লিক করুন
Image Description

Image Description

ডাউনলোড পাঠাও অ্যাপ

 

 

 

আপনার অ্যাপটি আপডেট করুন এবং পেমেন্ট করুন পাঠাও পে দিয়েঃ ক্লিক

Watch Video: