হাজারো মানিক মিয়ার যাত্রায় পাশে আছে পাঠাও
- পাঠাও বাইক
- অক্টোবর 7, 2018
পাঠাও থেকে ট্রেনিং নিয়ে মানিক মিয়া পাঠাও রাইডার হিসেবে জয়েন করেন আগস্টের ১৯ তারিখ। মাত্র ১ মাস ৪ দিনের মধ্যেই পাঠাও এর মাধ্যমে তিনি আয় করেন ৬০,০০০ টাকা। মাসিক এই আয় নিয়ে বেশ সুখেই আছেন মানিক মিয়া।
মানিক মিয়ার মতো অসংখ্য বেকার জনগোষ্ঠীর জন্য এমন একটি আয়ের সুযোগ করে দেয়ায় তিনি পাঠাও এর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। লাখপতি কন্টেস্টের বিজয়ী হিসেবে লাখপতি হয়ে অত্যন্ত খুশি মানিক মিয়া এগিয়ে যেতে যান আরো বহুদূর। আর এমন হাজারো মানিক মিয়ার যাত্রায় পাশে আছে পাঠাও।
#RideDiyeLakhpoti #HeroesOfPathao #MovingSafely #MovingBangladesh