ফটোগ্রাফি কনটেস্ট!
- নিউজরুম
- আগস্ট 21, 2023
পাঠাও নিয়ে এলো, পাঠাও রাইডার, ক্যাপ্টেন, ডেলিভারিম্যান ও ফুডম্যানদের জন্য #PhotoPathao ফটোগ্রাফি কনটেস্ট!
পাঠাও-এর সাথে প্রতিদিনের যাত্রায় আপনার পছন্দের মুহূর্তকে আপনার হাতে থাকা মোবাইলেই ক্যামেরা-বন্দি করে শেয়ার করুন আমাদের সাথে।
অংশগ্রহণের শর্তাবলি:
– পার্টিসিপেন্টকে অবশ্যই পাঠাও রেজিস্টার্ড রাইডার, ক্যাপ্টেন, ডেলিভারিম্যান ও ফুডম্যান হতে হবে।
– নিজের তোলা ছবি সাবমিট করতে হবে।
– #PhotoPathao লিখে ফেসবুক টাইমলাইন অথবা কনটেস্ট পোস্টে কমেন্ট করতে হবে।
– অথবা, আপনার ডিটেইলসসহ আমাদের ফেসবুক পেইজে ইনবক্স করুন।
পার্টিসিপেট করলেই থাকছে পুরস্কার জেতার সুযোগ-
১ম পুরস্কার- ৩০০০/- টাকা
২য় পুরস্কার- ২০০০/- টাকা
৩য় পুরস্কার- ১০০০/- টাকা