পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

ঢাকার মনমাতানো সব বার্গারের খোঁজে

বাংলাদেশ কিংবা আমেরিকা, বার্গার কিন্তু বিশ্বব্যাপী জনপ্রিয়। খালি একবার ভাবুন ক্রিমি চেডার চিজ কিংবা সাথে নাগা মরিচের ঝাঁজ , জুসি বার্গার এর ভিতর প্যাটি হিসেবে স্মোকি বিফ, বেকন অথবা চিকেন এর সুপার কম্বো চার্জ। সাথে থাকবে শেফ রেকমেন্ডেড স্পেশাল সিগনেচার সস। ভাবতে কি আসে জিভে জল, মন বলছে এখনি খাই চল- তাহলে দেরী না করে চলুন জেনে আসি সেরা সব বার্গারের খোঁজ।

Chillox

চিলক্স সবচেয়ে জুসি বার্গার পরিবেশনের চ্যালেঞ্জ নিয়েছে। Chillox  এ জনপ্রিয় আইটেমের  তালিকায় রয়েছে beef with bacon, double decker chicken, giganto beef। এছাড়াও  Special Edition এ রয়েছে Gourmet Burger যেমন 3XL, Cheezer Reloaded, Double Teriyaki. আরো রয়েছে নানা অপশন। ধানমন্ডি, মহাখালি, বনানী, উত্তরায় Chillox এর শাখা রয়েছে।

American Burger

American Burger এর বিশেষত্ব হলো তাদের বার্গার প্যাটির অথেনটিক গ্রিল ফ্লেভার। এখানে আপনি মেয়োনিজ এর বাড়াবাড়ি পাবেন না, পাবেন রিয়েল চিজ এর ব্যালেন্স সাথে থাকবে টমেটো ও লেটুস।  American Burger এর সবচেয়ে জনপ্রিয় বার্গার হলো তাদের Beef Cheese Burger. তাদের মেনুতে Single Beef Cheese  ও Double Beef Cheese Burger রয়েছে। American Burger এর ধানমন্ডি, গুলশান, বনানী ও বসুন্ধরা শাখা থেকে অর্ডার করতে পারেন পছন্দের বার্গার।

Farmhouse Burger

Farmhouse Burger এর সবচেয়ে জনপ্রিয় আইটেমের নাম Millionaire Burger। এখানেও আপনি পাবেন ফ্রেঞ্চ স্টাইল ব্রিয়োস বানের সাথে টেন্ডার জুসি প্যাটি। সাথে থাকছে হাউস স্পেশাল ট্রাফল সস।

Mr. Burger, Khilgaon

Mr. Burger এর স্পেশালিটির মধ্যে রয়েছে Crafted Burger ও Signature Burger। Crafted Burger এর মধ্যে রয়েছে Mr. Moderate, Mr. Perfect, Mr. Regular। এছাড়াও এগুলোর মধ্যে রয়েছে Mr. Cheeseroom, Mr. Cow Boy, Mr. Handyman, Mr. Heart- breaker, Mr. Meatox, Mr. Naga, Mr. Whooper, etc.

The Pabulum

আপনি যদি বার্গারপ্রেমী হন তবে  The Pabulum এর বাজেট বার্গার আপনার মনকে খুশি করে দিবে। The Pabulum এর স্পেশালিটির মধ্যে রয়েছে  Garlic Mayo Chicken Burger, Mushroom Thrill  Burger, Superb Chicken Burger, Twins Cheese & Patty Burger।

Boma Burger

বার্গার এর জগতে যারা প্রায়ই হারিয়ে যেতে চান তাদের প্রিয় প্লেসের মধ্যে রয়েছে গুলশান-২ এর Boma Burger এর নাম। এখানকার বেষ্ট আইটেম হিসেবে এককথায় চলে আসবে Classic Cheese Burger এর নাম। স্মোকি ফ্লেভার বিফ প্যাটি, লেটুশ, চিজ, টমেটো, পেয়াজ এর কম্বিনেশন আপনার টেস্ট বাডে ঠিক বোমার মতই ফাটবে।

Edith

ফ্রেঞ্চ স্টাইল ব্রিয়োস বানের ভিতর ফ্লেভারফুল জুসি প্যাটি পাবেন বনানীর Edith এর জনপ্রিয় Smash Burger এ।

Fatty Bun

ভিন্ন স্বাদের বার্গার খেতে চান! তাহলে আপনার জন্য মাস্ট ট্রাই Fatty Bun এর Shroom Burger। এই বার্গারে আপনি পাবেন মাশরুম, সস ও থিক প্যাটির পাওয়ারফুল কম্বো। যা আপনার টেস্ট বাডকে কে দিবে নতুন কিছুর ধাক্কা।

Cafe Marinade, Bashabo

Cafe Marinade এর সবচেয়ে মজার দিক হলো এখানকার বার্গারগুলোর নাম ও দাম। শুনলেই বুঝবেন। যেমন  College Burger (Grill Chicken), School Burger (Crispy Chicken), Versity Burger ইত্যাদি। এগুলোর আবার রকমফের রয়েছে। যেমন Large, Medium, Juicy, Grill । আর বার্গার এর পেটি হিসেবে থাকছে চিকেন ও বিফ।   

এখনই অর্ডার করুন আপনার পছন্দের বার্গার আর হারিয়ে যান আপনার পছন্দের বার্গারের স্বাদ এ।