পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

নিরাপদ যাত্রায় পাঠাও বাইক

নিরাপদ যাত্রায় পাঠাও বাইক

ব্যস্ত এই শহরে দ্রুত ও নিরাপদে গন্তব্যে পৌঁছানো প্রায়ই চ্যালেঞ্জিং হয়ে পড়ে। আর অনেকেই গন্তব্যে পৌঁছাতে  বেছে নেন খ্যাপে চলা যানবাহন। অপরিচিত, নন এক্সপেরিয়েন্সড ও নিরাপত্তাহীন এই যানবাহনের জন্য নানান ধরণের দুর্ঘটনা কিংবা ঝুকিপূর্ণ অবস্থায় পড়তে হয়।  তাই আপনার যাত্রাপথকে ঝামেলাহীন ও নিরাপদ করতে পাশে আছে দেশের জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও-এর রাইড শেয়ারিং সার্ভিস, পাঠাও বাইক।  শহরের জনবহুল  রাস্তায় যারা দ্রুত ও নিরাপদ ট্র্যাফিক নেভিগেশনে গন্তব্যে পৌঁছাতে চান তাদের কাছে পাঠাও বাইক বহুল  জনপ্রিয় হয়ে উঠেছে।

কেন পাঠাও বাইক ব্যবহার করবেন?

ঢাকাবাসীদের কাছে যাতায়াতের জন্য পাঠাও বাইক যেমন জনপ্রিয় হয়ে উঠেছে তেমনি এর চাহিদাও বেড়েছে প্রচুর। আপনি একজন দৈনন্দিন যাত্রী,  স্টুডেন্ট বা  চাকুরিজীবি হোন না কেন, পাঠাও বাইক-এর দ্রুত, দক্ষ নেভিগেশন ও সাশ্রয়ী খরচ হতে পারে আপনার যাতায়ের পারফেক্ট চয়েস। পাঠাও সবসময় চেষ্টা করে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করার। 

হেলমেট রিকোয়ারমেন্ট:

পাঠাও বাইক পরিচালনায় এটি সর্বপ্রথমে বাধ্যতামূলক থাকে যে ইউজার ও রাইডার উভয়কে অবশ্যই হেলমেট পরতে হবে। যা যেকোনো অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা থেকে রক্ষা করে। 

দক্ষ রাইডার:

পাঠাও রাইডার হিসেবে নিয়োগ হওয়ার আগে  ঢাকার রাস্তায় নিরাপদে চলাচলে রাইডার  দক্ষ কি না তা পাঠাও নিশ্চিত করে নেয়।

লাইভ রাইড ট্র্যাকিং:

পাঠাও অ্যাপের মাধ্যমে প্রতিটি রাইড শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত ট্র্যাক করা হয়। এছাড়াও অতিরিক্ত নিরাপত্তার জন্য ইউজার তার বন্ধু বা পরিবারের সাথে  লাইভ রাইড ট্র্যাকিং শেয়ার করে দিতে পারেন। 

ইমার্জেন্সি হটলাইন:

যেকোনো জরুরি প্রয়োজনে তাৎক্ষনিক যোগাযোগ করার জন্য পাঠাও অ্যাপে ইমার্জেন্সি হটলাইন দেওয়া আছে।

সেইফটি কভারেজ:

পাঠাও রাইড সার্ভিসের নিরাপত্তা আরও নিশ্চিত করতে রাইডার ও ইউজার উভয়পক্ষের জন্য পাঠাও বাইক-এ আছে ‘সেফটি কভারেজ’ ফ্যাসিলিটি।

দ্রুত, কনভিনিয়েন্ট ও সাশ্রয়ী পরিবহন মাধ্যম হিসেবে পাঠাও বাইক ইউজারদের কাছে একটি আকর্ষণীয় বিকল্প যাতায়াত ব্যবস্থা হয়ে উঠেছে। নিরাপত্তাকে অগ্রাধীকার দিয়ে ব্যস্ত এই শহরে স্মুথ ও সেইফ রাইড হিসেবে পাঠাও হতে পারে আপনারও যাতায়াত মাধ্যম।