পাঠাও রাইডারদের জন্যে এলো পাঠাও পে
- ডিজিটাল পেমেন্ট
- আগস্ট 19, 2018
দ্রুত লেনদেনের সেরা সমাধান পাঠাও পে। পাঠাও পে সার্ভিসটি থাকলে সাথে টাকা আছে কি নেই তা নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না। ঝামেলাবিহীন ও সহজ এই ‘ক্যাশ-লেস’ প্ল্যাটফর্ম এর মূল লক্ষ্য হলো পাঠাও এর সার্ভিস থেকে আপনার পেমেন্ট পাওয়ার পদ্ধতি আরো সহজ করে দেওয়া। একই সাথে গ্রাহকের কাছে ব্যালেন্স ট্রান্সফার করার সুবিধাও থাকছে।
পাঠাও পে ব্যবহার করলেঃ
১) কোন উইথড্র লিমিট নেই – দৈনিক যত খুশি তত টাকা উইথড্র রিকুয়েস্ট করতে পারবেন। উইথড্র রিকুয়েস্ট এর ২৪ ঘণ্টার মধ্যে টাকা পাবেন। MFS চার্জ বহন করবে পাঠাও।
২) ইউজারদের ডিসকাউন্ট/প্রোমো যাই থাকুক, পাঠাও পে অ্যাকাউন্টে সাথে সাথে আপনার প্রাপ্য ক্রেডিট পেয়ে যাবেন। ধরুন ইউজার এর কাছে ৫০% প্রোমো কোড আছে এবং ভাড়া এসেছে ১০০ টাকা। স্বাভাবিকভাবে ইউজার আপনাকে ৫০ টাকা দিবে এবং পরবর্তীতে পাঠাও আপনাকে আপনার প্রাপ্য বাকি ৩০ টাকা পাঠিয়ে দিবে। তবে ইউজার যদি পাঠাও পে ব্যবহার করে টাকা পরিশোধ করে তবে আপনি সাথে সাথে আপনার পাঠাও পে অ্যাকাউন্ট এ ৮০ টাকাই পেয়ে যাবেন।
৩) ডিউ/বকেয়া অ্যাডজাস্টমেন্ট এখন অনেক সহজ।
৪) রাস্তার মাঝখানে টাকা দিয়ে লেনদেনের যন্ত্রণা এড়ানো যাবে। ভাংতি নিয়ে আর নয় ভোগান্তি!
৫) আপনার পাঠাও পে অ্যাকাউন্ট থেকে ইউজারদের পাঠাও পে অ্যাকাউন্ট এ টাকা ট্রান্সফার করে সাথে সাথে পেয়ে যান নগদ টাকা।
কিভাবে অ্যাক্টিভেট করবেন পাঠাও পে?
১. পাঠাও পে ব্যবহার করতে হলে শুরুতেই প্লে ষ্টোর থেকে আপনার পাঠাও ড্রাইভ অ্যাপটি আপডেট করে ফেলুন
২. Get Started বাটনটি চাপুন
৩. আপনার ফোন নাম্বারে একটি ৬-অক্ষরের কোড পাঠানো হবে এসএমএস এর মাধ্যমে।
এই কোডটি ব্যবহার করে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করুন।
৪. আপনার নিজস্ব একটি গোপন পিন কোড সেট করুন।
৫. অ্যাকটিভেট হয়ে গেলো আপনার পাঠাও পে। শুরুতে আপনার ব্যালেন্স থাকবে ৳০.০০ এবং এই বিশেষ ব্যালেন্সটি সকল ‘পাঠাও পে’ লেনদেন অনুযায়ী পরিবর্তন হবে।
কিভাবে ইউজার এর সাথে পাঠাও পে এর মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন?
১. রাইড শেষ করলে রাইডার হিসেবে এই স্ক্রিনটি দেখতে পাবেন
২. যদি ইউজার পাঠাও পে এর মাধ্যমে ভাড়া পরিশোধ করে, তাহলে আপনার ফোনের স্ক্রিনে একটি নোটিফিকেশন দেখতে পাবেন, সাথে একটি এসএমএসও পাবেন আপনার মোবাইলে।
৩.পাঠাও পে এর মাধ্যমে ভাড়া পরিশোধ করা হলে তা সবসময় অ্যাপ এ বিশেষভাবে দেখানো হবে।
৪. আপনার পাঠাও পে ব্যালেন্স আপনি আপনার রাইডার প্রোফাইল থেকেও দেখতে পাবেন।
পাঠাও পে ব্যালেন্স যেভাবে উইথড্র বা সংগ্রহ করবেন?
১. “Withdraw” বাটনটি ক্লিক করে আপনার পাঠাও পে ব্যালেন্স ক্যাশ আউট করতে পারবেন।
২. এই ধাপে যে পরিমাণ টাকা আপনি ক্যাশ আউট করতে চান তা লিখে ফেলুন। নীল রঙ এর “Withdraw” বাটনটি চাপুন।
৩. টাকার পরিমাণ সম্পর্কে নিশ্চিত হলে Confirm Withdraw বাটনটি ক্লিক করুন, আর পাঠাও ২৪ ঘণ্টার মধ্যে আপনার Mobile Banking অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিবে।
কিভাবে গ্রাহকের কাছে ট্রান্সফার বা টপ-আপ করবেন?
পাঠাও পে এর একজন মুভিং এজেন্ট হিসেবে আপনার পাঠাও পে ব্যালেন্স সহজেই রিচার্জ করতে পারবেন গ্রাহকদের অ্যাকাউন্ট।
১. “Transfer” বাটনটি ক্লিক করে আপনার ব্যালেন্স গ্রাহকদের ব্যালেন্স এ ট্রান্সফার করতে পারবেন।
২. গ্রাহকের ফোন নম্বর এবং কত পরিমাণ ট্রান্সফার করবেন তা লিখুন। এরপর নীল “Transfer” বাটনটি চাপুন।
৩. ৪-ডিজিটের গোপন পিন লিখুন আর Confirm Transfer বাটনটি ক্লিক করুন।
কিছুক্ষণের মধ্যেই ট্রান্সফারটি সম্পন্ন হয়ে যাবে ।
আপনার সকল লেনদেন অ্যাপ এর Transactions অপশনে দেখতে পাবেন।