কিভাবে ট্র্যাক করবেন আপনার কুরিয়ার অর্ডার? আসুন জেনে নিই!
- নিউজরুম
- জুলাই 30, 2024
খুব সহজেই পাঠাও অ্যাপ ব্যবহার করে আপনার পাঠাও কুরিয়ারের অর্ডার ট্র্যাক করতে পারবেন। আপনার অর্ডারটি বর্তমানে কোন অবস্থায় রয়েছে এবং কবে আপনার কাছে ডেলিভারি হবে এ সংক্রান্ত যাবতীয় তথ্য দেখতে পারবেন।
আসুন জেনে নিই কিভাবে আপনার কুরিয়ার অর্ডার ট্র্যাক করতে পারবেন:
প্রথমত, পাঠাও অ্যাপ ওপেন করে More>Tracking অপশনে যাবেন।
- সেখানে আপনার পাঠাও ইউজার অ্যাপ এর রেজিস্টার্ড ফোন নম্বরের অধীনে যতগুলো পার্সেল পাঠাও কুরিয়ার হতে ডেলিভারির জন্য অনুরোধ করা হয়েছে সবগুলো পার্সেলের আপডেট চেক করে নিতে পারবেন।
- এছাড়া, এ অপশনের “Track Delivery” অপশন হতে কনসাইনমেন্ট আইডি ও আপনার রেজিস্টার্ড ফোন নাম্বার দিয়ে নির্দিষ্ট পার্সেলের বর্তমান অবস্থান ট্র্যাক করতে পারবেন।