পাঠাও প্রেস

আমাদের প্রেস রিলিজ, প্রেস কভারেজ ও প্রেস কিট

Pathao press

পাঠাও প্রেস

সেপ্টেম্বর 3, 2025

পাঠাও ফুড ওয়েব-এ মোবাইল ছাড়াই অর্ডার করুন এখন আরও সহজে

পাঠাও ফুড ওয়েব-এ মোবাইল ছাড়াই অর্ডার

ঢাকা, বাংলাদেশ- ৩ সেপ্টেম্বরঃ পাঠাও ফুড-এ অর্ডার করা এখন আরও স্মার্ট, আরও ইউজার-ফ্রেন্ডলি। ইউজারদের জন্য পাঠাও নিয়ে এসেছে এমন এক নতুন অভিজ্ঞতা, যেখানে মোবাইল অ্যাপ ছাড়াও খাবার অর্ডার পারবেন সহজেই! শুধু আপনার ওয়েব ব্রাউজার ব্যবহার করেই এখন খুব সহজে এবং  দ্রুত অর্ডার করা যাবে আপনার পছন্দের খাবার।

অনেক সময় ব্যস্ততার কারণে মনে হয়, অফিসের ডেস্কটপ বা ল্যাপটপ থেকেই খাবার অর্ডার করতে পারলে আরও সুবিধা হতো। সেই প্রয়োজনটাই মাথায় রেখে, পাঠাও ফুড এবার নিয়ে এসেছে ওয়েব ভার্সন যেখানে ইউজাররা সহজে ও দ্রুত ফুড অর্ডার করতে পারবেন।

মাত্র কয়েকটি ক্লিকেই পাঠাও ফুড ওয়েব থেকে অর্ডার করে দিতে পারবেন আপনার পছন্দের খাবার. আসুন জেনে নেই কীভাবে অর্ডার করবেন-

ধাপ ১: ওয়েবসাইটে যান → পাঠাও ফুড ওয়েব  https://food.pathao.com -এ যান।

ধাপ ১: ফোন নম্বর দিন → অ্যাকাউন্ট লাগবে না। শুধু আপনার ফোন নম্বর দিলেই হবে।

ধাপ ২: ওটিপি দিন → নিরাপদ লগইনের জন্য সাথে সাথে ফোনে চলে আসবে একটি ওটিপি।

ধাপ ৩: লোকেশন ঠিক করুন → আপনার লোকেশন দিলে কাছাকাছি থাকা রেস্টুরেন্টগুলোই দেখাবে।

ধাপ ৪: রেস্টুরেন্ট বা খাবার সার্চ করুন → পছন্দের খাবার বা রেস্টুরেন্ট খুঁজে নিন খুব সহজে।

ধাপ ৫: মেনু দেখুন → রেস্টুরেন্ট সিলেক্ট করার পর মেনু দেখে পছন্দমতো খাবার সিলেক্ট করে নিন।

ধাপ ৬: পছন্দ মতো কাস্টমাইজ করুন → স্পাইসি কম, গ্রেভি বেশি নাকি অন্য কিছু? আপনার পছন্দমত  কাস্টমাইজ করে নিতে পারবেন।

ধাপ ৭: কার্টে রাখুন → খাবার পছন্দ হলে কার্টে রেখে দিন। চাইলে পরে এডিটও করতে পারবেন।

ধাপ ৮: চেকআউট-এ যান → সব ঠিকঠাক হলে চেকআউট পেইজে গিয়ে অর্ডারটা একবার দেখে নিন।

ধাপ ৯: পেমেন্ট অপশন সিলেক্ট করুন → ক্যাশে দিতে চান? নাকি ডিজিটাল পেমেন্ট? যেটা সুবিধাজনক, সেটাই বেছে নিন।

ধাপ ১০: প্রোমো কোড থাকলে এখনই দিন → ডিসকাউন্ট বা অফার নিতে চাইলে কোড এখানে অ্যপ্লাই করে নিন।

ধাপ ১১: অর্ডার কনফার্ম করুন → সব মিলিয়ে ঠিক থাকলে ‘Confirm’ ক্লিক করুন। আপনার খাবার এখন আসার পথে!

মোবাইল থাকুক আর নাই থাকুক, এখন আপনার পছন্দের খাবার অর্ডার করতে পারবেন আরও সহজে। পাঠাও ফুড ওয়েব দিয়ে অর্ডার দিন আরও স্মার্টভাবে, আর উপভোগ করুন দ্রুত ডেলিভারি।

২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও, এমন একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করছে যা অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার পাশাপাশি সবার দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে পাঠাও শীর্ষস্থানে রয়েছে। ১০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, ৩,০০,০০০ পাঠাও হিরো ও ডেলিভারি এজেন্ট, ১,০০,০০০ মার্চেন্ট এবং ১০,০০০ রেস্টুরেন্ট নিয়ে পরিচালনা করছে পাঠাও। প্ল্যাটফর্মটি বাংলাদেশে ৫,০০,০০০-এরও বেশি কাজের সুযোগ তৈরি করেছে, যা দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।