রাইডারদের জন্য সেফটি

  • অবশ্যই হেলমেট ব্যবহার করুন এবং সাথে এক্সট্রা হেলমেট বহন করুন।
  • স্পিড নিয়ন্ত্রন করুন। ঝুঁকিপুর্ন স্টান্ট থেকে বিরত থাকুন। অপ্রয়োজনীয়ভাবে ইমারজেন্সি ব্রেক ব্যবহার করা পরিহার করুন।
  • রাইড শুরু করার আগে অবশ্যই ফুয়েল ট্যাঙ্ক, টায়ার প্রেসার, হেডলাইট, ব্রেকসহ প্রয়োজনীয় সকল যন্ত্রাংশ চেক করে নিন।
  • দুজনের বেশি বাইকে বসা যেমন বেআইনী তেমনি অনিরাপদ। তাই দুজনের বেশি বাইকে নিবেন না।
  • বাইক চালানো অবস্থায় মোবাইলে কথা বলা মোটেও উচিত নয়।
  • অপ্রয়োজনীয় ওভারটেক বিপদ ডেকে আনে। অপ্রয়োজনীয় ওভারটেক থেকে বিরত থাকুন।
  • ক্লান্ত অবস্থায় রাইড দেয়া থেকে বিরত থাকুন।
  • স্পীড লিমিট মেনে চলুন।
  • ট্রাফিক রুলস জানুন এবং মেনে চলুন।
  • বৃষ্টির সময় রোড ভেজা থাকার কারণে আপনার বাইকের চাকা স্লিপ করতে পারে। তাই অবশ্যই বাইক খুব আস্তে রাইড করবেন
পাঠাও