ক্যাপটেনদের জন্য সেফটি
-
সবসময় সিট বেল্ট ব্যবহার করুন।
-
গাড়ি চালানোর সময় মোবাইল কিংবা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করবেন না।
-
রাইড শুরু করার আগে অবশ্যই ফুয়েল ট্যাঙ্ক, টায়ার প্রেসার, হেডলাইট, ব্রেকসহ প্রয়োজনীয় সকল যন্ত্রাংশ চেক করে নিন।
-
স্পীড লিমিট মেনে চলুন।
-
ট্রাফিক রুলস জানুন এবং মেনে চলুন।
-
সামনের গাড়ী থেকে অন্ততপক্ষে ১০ ফিট দূরত্ব বজায় রাখুন।
-
লেন পরিবর্তন, বাঁক নেয়া, সিগন্যালের ক্ষেত্রে ইনডিকেটর ব্যবহার করবেন। নতুন লেনের গাড়ির দিকে নজর রাখুন এবং গাড়ি অবশ্যই ধীরে চালাবেন।
-
ঘুম ঘুম চোখে, ক্লান্ত অবস্থায় গাড়ি চালাবেন না।