রাইড শেয়ারিং নীতিমালা সংক্রান্ত তথ্য

রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা-২০১৭ জানতে এখানে ক্লিক করুন

সড়ক নিরাপত্তা সংক্রান্ত সকল তথ্য-সমূহ 

  • ট্রাফিক রুলস আন্ড রেগুলেশন্স অনুযায়ী অপরাধ এবং নতুন আইন:
অপরাধনতুন আইন
লাইসেন্স ছাড়া গাড়ি চালানো৬ মাসের জেল এবং ২৫,০০০ টাকা জরিমানা
রেজিস্ট্রেশনবিহীন যানবাহন ৬ মাসের জেল কিংবা ৫০,০০০ টাকা জরিমানা অথবা উভয়ই  
ফিটনেসবিহীন যানবাহন ৬ মাসের জেল কিংবা ২৫,০০০ টাকা জরিমানা অথবা উভয়ই 
গাড়ির বডি মডিফিকেশন৩ বছরের জেল কিংবা ৩০০,০০০ টাকা জরিমানা অথবা উভয়ই 
রুট পারমিট ছাড়া যানবাহন৬ মাসের জেল কিংবা ২৫,০০০ টাকা জরিমানা অথবা উভয়ই
ওভার স্পিডিং৩ মাসের জেল কিংবা ১০,০০০ টাকা জরিমানা অথবা উভয়ই
নিষিদ্ধ হর্ন বাজানো ৩ মাসের জেল কিংবা ১৫,০০০ টাকা জরিমানা অথবা উভয়ই
উল্টো পথে গাড়ি চালালে ৩ মাসের জেল কিংবা ১০,০০০ টাকা জরিমানা অথবা উভয়ই
ট্র্যাফিক সংকেত না মানলে ৩ মাসের জেল কিংবা ১০,০০০ টাকা জরিমানা অথবা উভয়ই
ভুয়া লাইসেন্স দেখালে ১-৫ লাখ টাকা বা ৬ মাস থেকে ২ বছরের জেল
অবৈধ পার্কিং সর্বোচ্চ ৫,০০০ টাকা জরিমানা 
হেলমেট না থাকলে সর্বোচ্চ ১০,০০০ টাকা জরিমানা 
সিটবেল্ট না বাধলে সর্বোচ্চ ৫,০০০ টাকা জরিমানা 
চালক ফোন এ কথা বললে সর্বোচ্চ ৫,০০০ টাকা জরিমানা 

সড়ক নিরাপত্তা সংক্রান্ত সকল তথ্য-সমূহ 

করোনা ভাইরাস (কোভিড ১৯)কালীন রাইডশেয়ারিং এর জন্য বিআরটিএ কর্তৃক প্রদত্ত নির্দেশনা এবং এসওপি 

রাইডার-এর ক্ষেত্রে

১) স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারিকৃত বিভিন্ন গাইডলাইন/নির্দেশনা মেনে চলুন;

২) যাত্রকালীন সময়ে নাকে, মুখে ও চোখে স্পর্শ করা হতে বিরত থাকুন;

৩) যাত্রাশেষে এলকোহলযুক্ত সেনিটাইজার দিয়ে হাত পরিস্কার করুন;

৪) হাঁচি বা কাঁশি দেওয়ার সময় টিস্যু বা হাতের কনুই দিয়ে মুখ ঢেকে রাখুন;

৫) যাত্রীর কোন সুরক্ষা এবং স্বাস্থ্যগত সমস্যা থাকলে রাইডশেয়ারিং সেবা প্রদানে বিরত থাকুন;

৬) যাত্রাশেষে নগদ লেনদেনের পরিবর্তে ডিজিটাল পেমেন্ট মাধ্যম ব্যবহারে গুরুত্বারোপ করুন;

৭) কোন কারণে নগদ/ক্যাশ পেমেন্ট করলে টাকায় হাত দেওয়ার পর সেনিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করুন;

৮) পার্কিংরত অবস্থায় যথাসম্ভব ভীড় এড়িয়ে চলুন বা দূরত্ব বজায় রেখে অপেক্ষা করুন;

৯) রাইড চলাকালীন যাত্রীর সাথে যথাসম্ভব দূরত্ব বজায় রাখুন;

১০) সম্ভব হলে যাত্রাকালীন সময়ে পিপিই (Personal Protection Equipment) ব্যবহার করুন;

১১) জাতীয় (স্বাস্থ্য অধিদপ্তর) আন্তর্জাতিক সংস্থার (WHO) স্বাস্থ্যবিধি সংক্রান্ত অন্যান্য নির্দেশনা মেনে চলুন

যাত্রীর ক্ষেত্রে

১) স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারিকৃত বিভিন্ন গাইডলাইন/নির্দেশনা মেনে চলুন;

২) যাত্রকালীন সময়ে নাকে, মুখে ও চোখে স্পর্শ করা হতে বিরত থাকুন;

৩) যাত্রাশেষে এলকোহলযুক্ত সেনিটাইজার দিয়ে হাত পরিস্কার করুন;

৪) হাঁচি বা কাঁশি দেওয়ার সময় টিস্যু বা হাতের কনুই দিয়ে মুখ ঢেকে রাখুন;

৫) চালকের কোন সুরক্ষা এবং স্বাস্থ্যগত সমস্যা থাকলে রাইডশেয়ারিং সেবা গ্রহণে বিরত থাকুন;

৬) যাত্রাশেষে নগদ লেনদেনের পরিবর্তে ডিজিটাল পেমেন্ট মাধ্যম ব্যবহারে গুরুত্বারোপ করুন;

৭) রাইড চলাকালীন চালকের সাথে যথাসম্ভব দূরত্ব বজায় রাখুন;

৮) জাতীয় (স্বাস্থ্য অধিদপ্তর) আন্তর্জাতিক সংস্থার (WHO) স্বাস্থ্যবিধি সংক্রান্ত অন্যান্য নির্দেশনা মেনে চলুন

করোনা ভাইরাস (কোভিড ১৯) এর প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার প্রদত্ত স্বাস্থ্য বিধি নির্দেশনা:
কোভিড-১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক কর্মকান্ড ক্রমান্বয়ে চালু করার সুবিধার্থে বিভিন্ন প্রতিষ্ঠান, স্থাপনা ও পেশার জন্য কারিগরি নির্দেশনা জানতে ক্লিক করুন
কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা জানতে ক্লিক করুন

ভার্চুয়াল এবং ফিজিক্যাল অফিসের সময়সূচী

  • ভার্চুয়াল অফিসের সময়সূচী :  সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত 
  • ফিজিক্যালঅফিসের সময়সূচী : সকাল ৯:৩০ থেকে সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত 

এনলিস্টমেন্ট সার্টিফিকেট এর জন্য আবেদনের পদ্ধতি

এনলিস্টমেন্ট সার্টিফিকেট এর জন্য আবেদন করার পদ্ধতি মোটরযান মালিক, চালকদের জন্য, 

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তথ্য 

আরিফ খান
প্রধান, রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগ
যোগাযোগ: ১৩৩০১
ই-মেইল: [email protected] 

কল সেন্টার এ যোগাযোগের নাম্বার

হেল্পলাইন নাম্বার: ১৩৩০১ 
ঠিকানা: ২য় ফ্লোর, বাড়ী#১২, রোড#২/৩, চেয়ারম্যান বাড়ী (৬ নং পানির পাম্পের পাশের গলী), বনানী, ঢাকা