রাইড শেয়ারিং নীতিমালা সংক্রান্ত তথ্য
রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা-২০১৭ জানতে এখানে ক্লিক করুন
সড়ক নিরাপত্তা সংক্রান্ত সকল তথ্য-সমূহ
- ট্রাফিক রুলস আন্ড রেগুলেশন্স অনুযায়ী অপরাধ এবং নতুন আইন:
অপরাধ | নতুন আইন |
লাইসেন্স ছাড়া গাড়ি চালানো | ৬ মাসের জেল এবং ২৫,০০০ টাকা জরিমানা |
রেজিস্ট্রেশনবিহীন যানবাহন | ৬ মাসের জেল কিংবা ৫০,০০০ টাকা জরিমানা অথবা উভয়ই |
ফিটনেসবিহীন যানবাহন | ৬ মাসের জেল কিংবা ২৫,০০০ টাকা জরিমানা অথবা উভয়ই |
গাড়ির বডি মডিফিকেশন | ৩ বছরের জেল কিংবা ৩০০,০০০ টাকা জরিমানা অথবা উভয়ই |
রুট পারমিট ছাড়া যানবাহন | ৬ মাসের জেল কিংবা ২৫,০০০ টাকা জরিমানা অথবা উভয়ই |
ওভার স্পিডিং | ৩ মাসের জেল কিংবা ১০,০০০ টাকা জরিমানা অথবা উভয়ই |
নিষিদ্ধ হর্ন বাজানো | ৩ মাসের জেল কিংবা ১৫,০০০ টাকা জরিমানা অথবা উভয়ই |
উল্টো পথে গাড়ি চালালে | ৩ মাসের জেল কিংবা ১০,০০০ টাকা জরিমানা অথবা উভয়ই |
ট্র্যাফিক সংকেত না মানলে | ৩ মাসের জেল কিংবা ১০,০০০ টাকা জরিমানা অথবা উভয়ই |
ভুয়া লাইসেন্স দেখালে | ১-৫ লাখ টাকা বা ৬ মাস থেকে ২ বছরের জেল |
অবৈধ পার্কিং | সর্বোচ্চ ৫,০০০ টাকা জরিমানা |
হেলমেট না থাকলে | সর্বোচ্চ ১০,০০০ টাকা জরিমানা |
সিটবেল্ট না বাধলে | সর্বোচ্চ ৫,০০০ টাকা জরিমানা |
চালক ফোন এ কথা বললে | সর্বোচ্চ ৫,০০০ টাকা জরিমানা |
সড়ক নিরাপত্তা সংক্রান্ত সকল তথ্য-সমূহ
করোনা ভাইরাস (কোভিড ১৯)কালীন রাইডশেয়ারিং এর জন্য বিআরটিএ কর্তৃক প্রদত্ত নির্দেশনা এবং এসওপি
রাইডার-এর ক্ষেত্রে
১) স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারিকৃত বিভিন্ন গাইডলাইন/নির্দেশনা মেনে চলুন;
২) যাত্রকালীন সময়ে নাকে, মুখে ও চোখে স্পর্শ করা হতে বিরত থাকুন;
৩) যাত্রাশেষে এলকোহলযুক্ত সেনিটাইজার দিয়ে হাত পরিস্কার করুন;
৪) হাঁচি বা কাঁশি দেওয়ার সময় টিস্যু বা হাতের কনুই দিয়ে মুখ ঢেকে রাখুন;
৫) যাত্রীর কোন সুরক্ষা এবং স্বাস্থ্যগত সমস্যা থাকলে রাইডশেয়ারিং সেবা প্রদানে বিরত থাকুন;
৬) যাত্রাশেষে নগদ লেনদেনের পরিবর্তে ডিজিটাল পেমেন্ট মাধ্যম ব্যবহারে গুরুত্বারোপ করুন;
৭) কোন কারণে নগদ/ক্যাশ পেমেন্ট করলে টাকায় হাত দেওয়ার পর সেনিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করুন;
৮) পার্কিংরত অবস্থায় যথাসম্ভব ভীড় এড়িয়ে চলুন বা দূরত্ব বজায় রেখে অপেক্ষা করুন;
৯) রাইড চলাকালীন যাত্রীর সাথে যথাসম্ভব দূরত্ব বজায় রাখুন;
১০) সম্ভব হলে যাত্রাকালীন সময়ে পিপিই (Personal Protection Equipment) ব্যবহার করুন;
১১) জাতীয় (স্বাস্থ্য অধিদপ্তর) আন্তর্জাতিক সংস্থার (WHO) স্বাস্থ্যবিধি সংক্রান্ত অন্যান্য নির্দেশনা মেনে চলুন
যাত্রীর ক্ষেত্রে
১) স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারিকৃত বিভিন্ন গাইডলাইন/নির্দেশনা মেনে চলুন;
২) যাত্রকালীন সময়ে নাকে, মুখে ও চোখে স্পর্শ করা হতে বিরত থাকুন;
৩) যাত্রাশেষে এলকোহলযুক্ত সেনিটাইজার দিয়ে হাত পরিস্কার করুন;
৪) হাঁচি বা কাঁশি দেওয়ার সময় টিস্যু বা হাতের কনুই দিয়ে মুখ ঢেকে রাখুন;
৫) চালকের কোন সুরক্ষা এবং স্বাস্থ্যগত সমস্যা থাকলে রাইডশেয়ারিং সেবা গ্রহণে বিরত থাকুন;
৬) যাত্রাশেষে নগদ লেনদেনের পরিবর্তে ডিজিটাল পেমেন্ট মাধ্যম ব্যবহারে গুরুত্বারোপ করুন;
৭) রাইড চলাকালীন চালকের সাথে যথাসম্ভব দূরত্ব বজায় রাখুন;
৮) জাতীয় (স্বাস্থ্য অধিদপ্তর) আন্তর্জাতিক সংস্থার (WHO) স্বাস্থ্যবিধি সংক্রান্ত অন্যান্য নির্দেশনা মেনে চলুন
করোনা ভাইরাস (কোভিড ১৯) এর প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার প্রদত্ত স্বাস্থ্য বিধি নির্দেশনা:
— কোভিড-১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক কর্মকান্ড ক্রমান্বয়ে চালু করার সুবিধার্থে বিভিন্ন প্রতিষ্ঠান, স্থাপনা ও পেশার জন্য কারিগরি নির্দেশনা জানতে ক্লিক করুন
— কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা জানতে ক্লিক করুন
ভার্চুয়াল এবং ফিজিক্যাল অফিসের সময়সূচী
- ভার্চুয়াল অফিসের সময়সূচী : সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত
- ফিজিক্যালঅফিসের সময়সূচী : সকাল ৯:৩০ থেকে সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত
এনলিস্টমেন্ট সার্টিফিকেট এর জন্য আবেদনের পদ্ধতি
এনলিস্টমেন্ট সার্টিফিকেট এর জন্য আবেদন করার পদ্ধতি মোটরযান মালিক, চালকদের জন্য,
- বাংলায় ফ্লো-চার্ট :
- পাঠাও ব্লগ থেকে বিস্তারিত জানুন
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তথ্য
আরিফ খান
প্রধান, রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগ
যোগাযোগ: ১৩৩০১
ই-মেইল: [email protected]
কল সেন্টার এ যোগাযোগের নাম্বার
হেল্পলাইন নাম্বার: ১৩৩০১
ঠিকানা: ২য় ফ্লোর, বাড়ী#১২, রোড#২/৩, চেয়ারম্যান বাড়ী (৬ নং পানির পাম্পের পাশের গলী), বনানী, ঢাকা