পাঠাও ফুড সার্ভিস নিয়ে মাহমুদা দারুন খুশি!
- পাঠাও ফুড
- অক্টোবর 16, 2018
মাহমুদা একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত আছেন। লাঞ্চের জন্য় রেস্টুরেন্ট এর উপর ডিপেন্ড করতে হলেও সব সময় অফিস থেকে বের হয়ে রেস্টুরেন্টে যাওয়াটা সম্ভব হয় না। পাঠাও ফুড আসার পর থেকে মাহমুদা অফিসে কাজ করতে করতেই পাঠাও এর মাধ্যমে ইচ্ছেমতো খাবার অর্ডার করে ফেলেন। আর মাত্র ১ ঘণ্টারও কম সময়ে হাজির হয়ে যায় ফুড। এছাড়াও কলিগদের বার্থডে পার্টিতে কোন ঝামেলা ছাড়াই কেক অর্ডার করে ফেলতে পারছেন। এতে কোন রকম কাজেরও ক্ষতি হচ্ছে না আবার সময়ও বাঁচাতে পারছেন। পাঠাও ফুড সার্ভিস নিয়ে দারুন খুশি মাহমুদা।