পাঠাও পে ব্যবহার করে পান বিশাল ক্যাশব্যাক
- পাঠাও পে
- মার্চ 24, 2024
পাঠাও পে দিয়ে পাঠাও সার্ভিসে পেমেন্ট করলেই পাচ্ছেন ৫০% ক্যাশব্যাক, ক্যাম্পেইন চলাকালীন সর্বমোট ৫৫০ টাকা পর্যন্ত। পাঠাও ফুড, পাঠাও বাইক এবং পাঠাও কার-এ পাবেন এই ক্যাশব্যাক।
অফারের মেয়াদ
২৩ মার্চ, ২০২৪ থেকে ৮ এপ্রিল, ২০২৪ পর্যন্ত
অফারের বিস্তারিত
ক্যাশব্যাক শুধুমাত্র পাঠাও পে-এর Inner Circle Members-রা পাবেন। পাঠাও পে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে Access দেওয়া হয়েছে। পাঠাও পে-এর Access পেয়ে প্রথম ব্যবহারকারীগণকে Inner Circle বলা হচ্ছে।
আপনিও যদি এই Inner Circle-এ অন্তর্ভুক্ত হতে চান তাহলে ওয়েটলিস্টে জয়েন করুন। লিংকঃ https://forms.gle/ikq7xoSHzPJZ4pW77
Inner Circle Members-রা এখনই পাঠাও অ্যাপ আপডেট করুন আর পাঠাও পে অ্যাকাউন্ট খুলে ফুড, কার এবং বাইক-এ পেমেন্ট করে জিতে নিন আপনার ক্যাশব্যাক।
সার্ভিস | ক্যাশব্যাক | ব্যবহারসীমা |
পাঠাও ফুড | সর্বোচ্চ ২৫০ টাকা | দু’টি অর্ডার, প্রতি অর্ডারে ১২৫টাকা পর্যন্ত ক্যাশব্যাক |
পাঠাও কার | সর্বোচ্চ ২০০ টাকা | দু’টি রাইড, প্রতি রাইডে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক |
পাঠাও বাইক | সর্বোচ্চ ১০০ টাকা | দু’টি রাইড, প্রতি রাইডে ৫০টাকা পর্যন্ত ক্যাশব্যাক |
শর্তাবলী :
- ক্যাশব্যাক পাঠাও পে একাউন্টে যুক্ত হবে।
- এই ক্যাশব্যাক প্রতি সার্ভিসে দুইবার করে পাবেন।
- অফারটি পাঠাও ফুড, কার এবং বাইক-এর জন্য প্রযোজ্য।
- এই অফারটি ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পাঠাও পে ইউজার উপভোগ করতে পারবেন।
- শুধুমাত্র পাঠাও পে ইউজার হলেই এই ক্যাশব্যাক পাবেন।
- শুধুমাত্র উল্লেখিত পাঠাও সার্ভিসে পাঠাও পে করলেই এই ক্যাশব্যাক পাবেন।
- পাঠাও কোন বিজ্ঞপ্তি ছাড়াই এই ক্যাম্পেইন সংক্রান্ত যেকোনো পরিবর্তন কিংবা বন্ধ করার অধিকার সংরক্ষণ করে।