পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

পাঠাও পে ব্যবহার করে পান বিশাল ক্যাশব্যাক

পাঠাও পে তে ক্যাশব্যাক

পাঠাও পে দিয়ে পাঠাও সার্ভিসে পেমেন্ট করলেই পাচ্ছেন ৫০% ক্যাশব্যাক, ক্যাম্পেইন চলাকালীন সর্বমোট ৫৫০ টাকা পর্যন্ত। পাঠাও ফুড, পাঠাও বাইক এবং পাঠাও কার-এ পাবেন এই ক্যাশব্যাক। 

অফারের মেয়াদ

২৩ মার্চ, ২০২৪ থেকে ৮ এপ্রিল, ২০২৪ পর্যন্ত

অফারের বিস্তারিত

ক্যাশব্যাক শুধুমাত্র পাঠাও পে-এর Inner Circle Members-রা পাবেন। পাঠাও পে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে Access দেওয়া হয়েছে। পাঠাও পে-এর Access পেয়ে প্রথম ব্যবহারকারীগণকে Inner Circle বলা হচ্ছে।

আপনিও যদি এই Inner Circle-এ অন্তর্ভুক্ত হতে চান তাহলে ওয়েটলিস্টে জয়েন করুন। লিংকঃ https://forms.gle/ikq7xoSHzPJZ4pW77

Inner Circle Members-রা এখনই পাঠাও অ্যাপ আপডেট করুন আর পাঠাও পে অ্যাকাউন্ট খুলে ফুড, কার এবং বাইক-এ পেমেন্ট করে জিতে নিন আপনার ক্যাশব্যাক। 

সার্ভিসক্যাশব্যাকব্যবহারসীমা
পাঠাও ফুডসর্বোচ্চ ২৫০ টাকাদু’টি অর্ডার, প্রতি অর্ডারে ১২৫টাকা পর্যন্ত ক্যাশব্যাক 
পাঠাও কারসর্বোচ্চ ২০০ টাকাদু’টি রাইড, প্রতি রাইডে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক
পাঠাও বাইকসর্বোচ্চ ১০০ টাকাদু’টি রাইড, প্রতি রাইডে ৫০টাকা পর্যন্ত ক্যাশব্যাক

শর্তাবলী : 

  • ক্যাশব্যাক পাঠাও পে একাউন্টে যুক্ত হবে। 
  • এই ক্যাশব্যাক প্রতি সার্ভিসে দুইবার করে পাবেন।
  • অফারটি পাঠাও ফুড, কার এবং বাইক-এর জন্য প্রযোজ্য।
  • এই অফারটি ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পাঠাও পে ইউজার উপভোগ করতে পারবেন।
  • শুধুমাত্র পাঠাও পে ইউজার হলেই এই ক্যাশব্যাক পাবেন।
  • শুধুমাত্র উল্লেখিত পাঠাও সার্ভিসে পাঠাও পে করলেই এই ক্যাশব্যাক পাবেন।
  • পাঠাও কোন বিজ্ঞপ্তি ছাড়াই এই ক্যাম্পেইন সংক্রান্ত যেকোনো পরিবর্তন কিংবা বন্ধ করার অধিকার সংরক্ষণ করে।