দিয়ে বেশি বেশি রাইড জিতে নিন টিভিএস মেট্রো প্লাস বাইক!
- নিউজরুম
- মার্চ 7, 2021
পাঠাও রাইডারদের জন্য এসেছে সুখবর, “TVS প্রেসেন্টস রাইড দিয়ে বাইকপতি!” পাঠাও এর সাথে সবচেয়ে বেশি রাইড দিয়ে, মাসের শেষে আপনিও জিতে নিতে পারেন, “ব্র্যান্ড নিউ বাইক !” এছাড়াও প্রতি সপ্তাহে নির্বাচিত ৩ জন বিজয়ী পাবেন বিশেষ উপহার।
বাইক জিতার প্রতিযোগিতায় অংশগ্রহন করতে যা যা লাগবে –
প্রতি সপ্তাহে লিডারবোর্ডের টপ পজিশনে থাকুন, পাশাপাশি মাসিক টার্গেট পূরণ করুন এবং জিতে নিন আকর্ষণীয় গিফট।
রাইডার | ট্রিপ | কমপ্লিশন রেট |
রাইডার | ১৪টি ট্রিপ/সাপ্তাহিক (রবি থেকে শনি) | সাপ্তাহিক (রবি থেকে শনি) ৪০% কমপ্লিশন রেট |
রাইডার | ৮০টি ট্রিপ/মাসিক (৭ মার্চ থেকে ৩ এপ্রিল) | মাসিক (৭ মার্চ থেকে ৩ এপ্রিল) ৬০% কমপ্লিশন রেট |
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাইক জিতে নিতে প্রতি সপ্তাহে (রবি থেকে শনি) কমপক্ষে ১৪টি ট্রিপ দিতে হবে ও কমপ্লিশন রেট ৪০% রাখতে হবে এবং মাসিক কমপক্ষে ৮০টি ট্রিপ দিতে হবে, কমপ্লিশন রেট ৬০% রাখতে হবে।
প্রতি সপ্তাহে লিডারবোর্ডের টপে থাকা রাইডারদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার। আর যে রাইডার পুরো মাসজুড়ে হবেন লিডার বোর্ডের টপ রাইডার , তিনি-ই হবেন পাঠাও- এর বাইকপতি। আর তার জন্য থাকছে টিভিএস মেট্রো প্লাস।
মাস শেষে পুরস্কার হিসেবে যা যা থাকছে :
- ১ম পুরষ্কার: ব্র্যান্ড নিউ টিভিএস মেট্রো প্লাস ও বাইক অয়েল
- ২য় পুরষ্কার: ওয়াটার পিউরিফায়ার
- ৩য় পুরষ্কার: রাইস কুকার
তো আর দেরি কিসের? ইয়েস, আপনিও হতে পারেন পাঠাও-এর বাইকপতি!
শর্তাবলী:
১। রাইডারদের ক্ষেত্রে, বাইক জিতার প্রতিযোগিতায় অংশগ্রহন করতে এক সপ্তাহে (রবি-শনি) ১৪টি ট্রিপ এবং কমপ্লিশন রেট ৪০% থাকতে হবে; এবং মাস শেষে ৮০টি ট্রিপ এবং কমপ্লিশন রেট ৬০% থাকতে হবে।
৩। বিজয়ীদের এসএমএস/ফোন কল করে জানানো হবে।
৪। রাইডার তাদের টার্গেট পূরণ করার পর আমাদের চূড়ান্ত বিজয়ী নির্বাচন প্রক্রিয়ার আওতাধীন হয়ে যাবেন। এবং এর মধ্য থেকে সৌভাগ্যবান বিজয়ী নির্বাচন করা হবে।
৫। এই কন্টেস্ট শুধুমাত্র ঢাকার রাইডারদের জন্য প্রযোজ্য।
৬। যেকোনো ধরনের ফ্রড বা প্রতারণামূলক কার্যক্রম থেকে বিরত থাকুন। কোন প্রতিযোগী যদি ফ্রড বা প্রতারণামূলক কার্যক্রম করে থাকে তবে পাঠাও যেকোনো সময় তাকে কন্টেস্ট থেকে বহিষ্কার করার অধিকার সংরক্ষণ করে।
৭। এই কন্টেস্ট-টি ৭ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত চলবে।
৮। পাঠাও কোন বিজ্ঞপ্তি ছাড়াই এই কন্টেস্ট সংক্রান্ত যেকোনো পরিবর্তন কিংবা বন্ধ করার অধিকার সংরক্ষণ করে।