কার লাইটে এখন থেকে থাকছে এসি!
- পাঠাও কার
- এপ্রিল 18, 2019
ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ। জীবনের প্রয়োজনে আমাদের ছুটে চলা। এই চলার পথে বিভিন্ন সমস্যার মুখোমুখি হই আমরা। তবে আপনার জীবনকে স্বাচ্ছন্দ্যময় ও আরামদায়ক করতে আমরা সর্বদা তৎপর। তাইতো এবার নতুনরূপে নতুন স্টাইলে পাঠাও কার লাইট জীবনে নিয়ে এলো শান্তি। কার লাইটে এখন থেকে থাকছে এসি। এবার গরমের টেনশন আর পকেটের টেনশন দুটোকে জানিয়ে দিন বিদায়। নিত্যদিন অফিস বা কলেজ ইউনিভার্সিটি যাওয়ার জন্য পাঠাও কার লাইট এর থেকে বেশী সাশ্রয়ী আর কিছুই নেই। তাই নিজের বাজেটের মধ্যে শান্তির যাত্রা করতে এখুনি ডেকে নিন পাঠাও কার লাইট। এসিতে আরামে পৌঁছে যান গন্তব্যে।
নতুন ফেয়ার পলিসি
বেইজ ফেয়ার : ৪০ টাকা
প্রতি কি.মি : ১৬.৫০ টাকা
প্রতি মিনিট : ২.২৫ টাকা
মিনিমাম ফেয়ার : ১০০ টাকা