এই ঈদে বাড়ি যাব উঠাও এ!
- প্রোমোশনসমূহ
- মে 8, 2019
দেশবাসী, এসে গেলো বছরের সেরা এবং বহুল প্রতীক্ষিত সারপ্রাইজ। আপনার আমার সবার জন্য চলে এসেছে উঠাও সার্ভিস । ভোর রাত থেকে দাঁড়াতে হবেনা টিকেটের লাইনে, কিংবা ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবেনা জ্যামে। এই ঈদে খুশি মনে বাড়ি যান উঠাও’এ মানে হেলিকপ্টারে। মাসজুড়ে রাইড নিন পাঠাও’এ আর ঈদে বাড়ি যান হেলিকপ্টারে। এছাড়াও ঈদের খুশি দ্বিগুণ করতে আরো থাকছে এয়ার টিকেট, এবং স্যামসাং স্মার্টফোন।
উঠাও সার্ভিস পেতে কি কি করবেন?
২ থেকে ২২ রমজান (৮ থেকে ২৮ মে ২০১৯) পর্যন্ত সকল ইউজার, রাইডার, ক্যাপ্টেন, সবাইকে নির্দিষ্ট কিছু রাইড টার্গেট পূরণ করতে হবে।
ইউজার টার্গেট:
কমপক্ষে ২০টি রাইড
রাইডার টার্গেট:
কমপক্ষে ৬০টি ট্রিপ
ক্যাপ্টেন টার্গেট:
কমপক্ষে ৪০টি ট্রিপ
পুরস্কার হিসেবে যা যা থাকছে :
- টার্গেট পুরন করা ৪ জন ভাগ্যবান বিজয়ী ঈদে বাড়ি যাওয়ার জন্য পাবেন ফ্রি হেলিকপ্টার রাইড
- টার্গেট পুরন করা ৪ জন বিজয়ী ঈদে বাড়ি যাওয়ার জন্য পাবেন এয়ার টিকেট
- ৬ জন বিজয়ী পাবেন স্যামসাং স্মার্টফোন
শর্তাবলীঃ
১। বিজয়ীদের এসএমএস/ফোন কল করে কনফার্ম করা হবে।
২। ইউজার,রাইডার এবং ক্যাপ্টেন সকলে তাদের টার্গেট পূরণ করার পর আমাদের চূড়ান্ত বিজয়ী নির্বাচন প্রক্রিয়ার আওতাধীন হয়ে যাবেন। এবং এর মধ্য থেকে সৌভাগ্যবান বিজয়ী নির্বাচন করা হবে।
৩। সব কন্টেস্ট জিততে পারবে পাঠাও সার্ভিস আছে এমন সব শহরেই (পাঠাও কুরিয়ার ছাড়া)।
৪। যেকোনো ধরনের ফ্রড বা প্রতারণামূলক কার্যক্রম থেকে বিরত থাকুন। কোন প্রতিযোগী যদি ফ্রড বা প্রতারণামূলক কার্যক্রম করে থাকে তবে পাঠাও যেকোনো সময় তাকে কন্টেস্ট থেকে বহিষ্কার করার অধিকার সংরক্ষণ করে।
৫। পাঠাও কন্টেস্ট সংক্রান্ত যেকোনো পরিবর্তন এবং কোন বিজ্ঞপ্তি ছাড়াই পরিবর্তন কিংবা বন্ধ করার অধিকার সংরক্ষণ করে।
তো আর দেরি না করে পাঠাও এ বেশি বেশি রাইড নিন/দিন, আর জিতে নিন রোমাঞ্চকর ঈদ যাত্রা।