পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

কিভাবে ট্র্যাক করবেন আপনার কুরিয়ার অর্ডার? আসুন জেনে নিই!

কিভাবে ট্র্যাক করবেন আপনার কুরিয়ার অর্ডার আসুন জেনে নিই

খুব সহজেই পাঠাও অ্যাপ ব্যবহার করে আপনার পাঠাও কুরিয়ারের অর্ডার ট্র্যাক করতে পারবেন। আপনার অর্ডারটি বর্তমানে কোন অবস্থায় রয়েছে এবং কবে আপনার কাছে ডেলিভারি হবে এ সংক্রান্ত যাবতীয় তথ্য দেখতে পারবেন।

আসুন জেনে নিই কিভাবে আপনার কুরিয়ার অর্ডার ট্র্যাক করতে পারবেন:
প্রথমত, পাঠাও অ্যাপ ওপেন করে More>Tracking অপশনে যাবেন।

Tracking
  • সেখানে আপনার পাঠাও ইউজার অ্যাপ এর রেজিস্টার্ড ফোন নম্বরের অধীনে যতগুলো পার্সেল পাঠাও কুরিয়ার হতে ডেলিভারির জন্য অনুরোধ করা হয়েছে সবগুলো পার্সেলের আপডেট চেক করে নিতে পারবেন।
Track Delivery
  • এছাড়া, এ অপশনের “Track Delivery” অপশন হতে কনসাইনমেন্ট আইডি ও আপনার রেজিস্টার্ড ফোন নাম্বার দিয়ে নির্দিষ্ট পার্সেলের বর্তমান অবস্থান ট্র্যাক করতে পারবেন।
Delivery Details
পাঠাও