এখন পাঠাও পার্সেল-এ একাধিক রিকোয়েস্ট একসাথে করতে পারবেন!
- পাঠাও পার্সেল
- ফেব্রুয়ারি 13, 2025

এখন একাধিক পার্সেল পাঠাতে পারবেন ইন্সট্যান্টলি!
পাঠাও পার্সেল দিয়ে আপনার প্রয়োজনীয় ডেলিভারি করতে পারেন একসাথে একাধিক রিকোয়েস্ট প্লেস করে। আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন, এটি আপনার ব্যবসার জন্য বিশাল খবর। আপনার প্রোডাক্ট কাস্টোমারের কাছে পৌঁছে যাবে একদম ইন্সট্যান্টলি।
চলুন দেখে নেই এটি কিভাবে করবেনঃ
পাঠাও পার্সেল-এ ক্লিক করুন এবং Instant Delivery সিলেক্ট করুন

ড্রপ অফ লোকেশন সিলেক্ট করুন

রিসিভার-এর information গুলো Fill up করুন

Send Request কনফার্ম করুন

ইন্সট্যান্টলি সর্বোচ্চ ৩টি পার্সেল রিকোয়েস্ট দিতে পারবেন

৩টির বেশি রিকোয়েস্ট করা যাবে না

এভাবে, একাধিক পাঠাও পার্সেল রিকোয়েস্ট করে আপনার ডেলিভারি পৌঁছে দিন একসাথে।
Here With You
