চট্টগ্রামে নতুন রাইডার এবং সাইক্লিস্ট করুন রেফার, আয় হোক বারবার!
- প্রোমোশনসমূহ
- জানুয়ারি 2, 2019
পাঠাও পরিবারের জন্য দারুণ খবর! চট্টগ্রামে পাঠাও রাইডার/সাইক্লিস্ট হতে ইচ্ছুক এমন বন্ধুকে রেফার করুন পাঠাও সার্ভিসে আর পেয়ে যান অধিক আয়ের সুযোগ! আপনার বন্ধুকে রাইডার বা সাইক্লিস্ট হিসেবে পাঠাও সার্ভিসে জয়েন করানোর পর আপনার বন্ধুকে ৭ দিনে মাত্র ৩০টি ট্রিপ দিতে হবে। আপনার বন্ধু ৭ দিনে মাত্র ৩০টি ট্রিপ রাইডার হিসেবে দিলেই আপনি পাবেন ১৫০ টাকা, এবং সাইক্লিস্ট হিসেবে দিলে পাবেন ২০০ টাকা। চিন্তা করে দেখুন, এভাবে মাত্র ৫ জন বন্ধুকে রাইডার হিসেবে রেফার করলে ৭৫০ টাকা, এবং সাইক্লিস্ট হিসেবে রেফার করলেই আপনি পাচ্ছেন ১০০০ টাকা পর্যন্ত রেফারেল বোনাস!
ক্যাটাগরি | ট্রিপ প্রদান সংখ্যা ও সময়সীমা | রেফারাল বোনাস |
রাইডার | ৭ দিনে ৩০ ট্রিপ | ৳১৫০ |
সাইক্লিস্ট | ৭ দিনে ৩০ ডেলিভারি | ৳২০০ |
১) রেফার করার সময় ‘ইনভাইট করুন এবং উপার্জন করুন ’অপশন’ থেকে রেফারেল কোডটি আপনার বন্ধুকে দিন।
২) আপনার বন্ধুর রেজিস্ট্রেশনের সময় সেই কোডটি ‘রেফারেল কোড’ ঘরে টাইপ করতে হবে।
৩) সফল রেজিস্ট্রেশন এবং ট্রেনিং এর পর আপনার বন্ধুকে অন্তত ৩০টি পাঠাও রাইড সম্পন্ন করতে হবে।
ব্যাস! এই সোজা পদ্ধতিতে আপনি আয় করতে পারবেন আগের চেয়ে অনেক বেশী। তাই এখন থেকেই শুরু হয়ে যাক এক্সট্রা আয়!
শর্তাবলীঃ
- শুধুমাত্র চট্টগ্রামের পাঠাও রাইডার এবং সাইক্লিস্টদের জন্যই এই রেফারেল প্রোগ্রাম প্রযোজ্য
- আপনার রেফার করা রাইডার/সাইক্লিস্ট ৩০টি ট্রিপ সম্পন্ন করার পরই আপনার রেফারেল বোনাস পাবেন