InstaPay রেফার করে জিতুন ৳১০,০০০ পর্যন্ত বোনাস
- পাঠাও কুরিয়ার
- জুলাই 1, 2025

বাংলাদেশের জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও এবার মার্চেন্টদের জন্য এনেছে InstaPay রেফার করে দারুণ বোনাস জেতার সুযোগ। শুধু রেফার করলেই পেয়ে যেতে পারেন প্রতি মাসে সর্বোচ্চ ৳১০,০০০ পর্যন্ত বোনাস!
কীভাবে অংশগ্রহণ করবেন:
১। আপনার InstaPay অ্যাকাউন্ট কমপক্ষে ১৪ দিন অ্যাক্টিভ থাকতে হবে।
২। কমপক্ষে ১০টি সফল রেফারেলে পরবর্তী ১৪ দিন মাত্র ০.৬৫% সার্ভিস ফি-তে InstaPay সেবা উপভোগ করা যাবে।
৩। প্রতি সফল রেফারেলে পাঠাও পে মার্চেন্ট অ্যাকাউন্টে পাবেন ২০০ টাকা বোনাস।
মাসিক টপ রেফারার বোনাস:
১। এক মাসে কমপক্ষে ২০টি সফল InstaPay রেফার করতে হবে।
২। মাসের সেরা রেফারার জিতবেন: ৳১০,০০০ বোনাস।
৩। ২য় সর্বোচ্চ রেফারার জিতবেন: ৳৭,০০০ বোনাস।
৪। ৩য় সর্বোচ্চ রেফারার জিতবেন: ৳৫,০০০ বোনাস।
রেফার করবেন কীভাবে?
InstaPay রেফার করার জন্য “InstaPay Referral Form” গুগল ফর্মটি পূরণ করে সাবমিট করুন।
শর্তাবলী:
১। রেফারেল তখনই সফল হবে যখন রেফার করা মার্চেন্ট InstaPay অ্যাক্টিভ করবেন এবং অ্যাক্টিভেশন দিন থেকে ৩০ দিনের মধ্যে কমপক্ষে ১৪ দিন অ্যাক্টিভ থাকবেন।
২। রিওয়ার্ড প্রতি মাসের শুরুতে (৩০ দিনে একবার) পাঠাও পে মার্চেন্ট অ্যাকাউন্টে দেওয়া হবে।
৩। কোনো ধরণের সন্দেহজনক, স্প্যাম বা ভুল তথ্য দিলেই রিওয়ার্ড বাতিল হয়ে যাবে।
৪। “Pathao Pay” ক্যাম্পেইন চলাকালীন যেকোনো সময়ে ক্যাম্পেইনের সকল ধরনের শর্ত/নিয়ম বা রিওয়ার্ড পরিবর্তন করার অধিকার রাখে।
সাধারণ প্রশ্নাবলী (FAQ):
১) আমি কি অন্য মার্চেন্টকে InstaPay-এর জন্য রেফার করতে পারি?
হ্যাঁ, যদি আপনি InstaPay ব্যবহার করে অন্তত ১৪ দিন সক্রিয় থাকেন, তাহলে আপনি অন্য পাঠাও কুরিয়ার মার্চেন্টকে InstaPay চালু করতে রেফার করতে পারবেন।
২) কাদের আমি InstaPay-এর জন্য রেফার করতে পারি?
যে কোনো পাঠাও কুরিয়ার মার্চেন্ট, যিনি আগে InstaPay ব্যবহার করেননি বা এখনো ফিচারটি চালু করেননি, তাকে রেফার করা যাবে।
৩) রেফার করলে আমি কী সুবিধা পাবো?
- প্রতি সফল রেফারেলের জন্য ২০০ টাকা বোনাস আপনার পাঠাও পে মার্চেন্ট অ্যাকাউন্টে প্রদান করা হবে
- সর্বনিম্ম ১০টি সফল রেফারেল পূর্ণ হলে ১৪ দিনের জন্য InstaPay সার্ভিস ফি ১% এর পরিবর্তে ০.৬৫% হবে
বিশেষ দ্রষ্টব্য: রেফারকৃত মার্চেন্ট সফলভাবে InstaPay চালু করলে এবং ৩০ দিনের মধ্যে অন্তত ১৪ দিন সক্রিয় থাকলে এই সুবিধা প্রযোজ্য হবে।
৪) রেফারকৃত মার্চেন্ট কী সুবিধা পাবে?
রেফার হওয়া মার্চেন্ট InstaPay চালু ও ব্যবহারের উপর ভিত্তি করে কী সুবিধা পাবে, তা পরে জানিয়ে দেওয়া হবে।
৫) সর্বোচ্চ রেফারারদের জন্য কি আলাদা কোনো বোনাস আছে?
হ্যাঁ! প্রতি মাসে যে ৩ জন মার্চেন্ট সর্বাধিক সফল InstaPay রেফারেল করবে (সর্বনিম্ম ২০টি সফল রেফারেল), তারা সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত বিশেষ বোনাস পাবেন এবং পাঠাও কুরিয়ার-এর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে বিশেষভাবে তুলে ধরা হবে।
৬) কতদিন পর্যন্ত আমি InstaPay-এর জন্য রেফার করতে পারবো?
রেফারেল ক্যাম্পেইনটি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলবে।
৭) কীভাবে আমি InstaPay-এর জন্য রেফার করবো?
এই Google Form-এর মাধ্যমে আপনার রেফারেল জমা দিন। অনুগ্রহ করে নিশ্চিত করুন রেফারকৃত মার্চেন্টের তথ্য সঠিকভাবে দেওয়া হয়েছে।
৮) আমি কখন আমার পুরস্কার/রিওয়ার্ড পাবো?
আপনার রেফারকৃত মার্চেন্ট যাচাই-এর পর, প্রতি মাসের শুরুতে আপনার পাঠাও পে মার্চেন্ট অ্যাকাউন্টে বোনাস প্রদান করা হবে।
৯) আমি কি একই মার্চেন্টকে একাধিকবার রেফার করতে পারবো?
না। একই মার্চেন্টকে একাধিকবার রেফার করা, নিজের কুরিয়ার মার্চেন্ট অ্যাকাউন্ট রেফার করা অথবা ইতিমধ্যে InstaPay চালু থাকা মার্চেন্টকে রেফার করলে কোনো বোনাসের জন্য বিবেচিত হবে না।
১০) কোনো কারণে কি আমার পুরস্কার/রিওয়ার্ড বাতিল হতে পারে?
হ্যাঁ। নিম্নোক্ত ক্ষেত্রে পুরস্কার/রিওয়ার্ড বাতিল হতে পারে:
- প্রতারণামূলক কার্যকলাপ শনাক্ত করা হলে (যেমন: নিজের কুরিয়ার মার্চেন্ট অ্যাকাউন্ট রেফার করা, একই মার্চেন্টকে একাধিকবার রেফার করা, অনিবন্ধিত কুরিয়ার মার্চেন্ট রেফার করা, ইত্যাদি)
- রেফারকৃত মার্চেন্টের ভুল তথ্য দিলে
- রেফারকৃত মার্চেন্ট নির্ধারিত শর্ত অনুযায়ী InstaPay চালু ও ব্যবহার না করলে