পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

এক টানে গন্তব্যে, খরচ বাঁচান পাঠাও বাইকে!

এক টানে গন্তব্যে, খরচ বাঁচান পাঠাও বাইকে

এই ব্যস্ত শহরের কোলাহলপূর্ণ রাস্তায়, কনভিনিয়েন্ট ও সাশ্র্যয়ী ট্রান্সপোর্ট খুবই জরুরী। তাই আপনার যাত্রাপথকে ঝামেলাহীন করতে পাশে আছে দেশের জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও-এর রাইড শেয়ারিং সার্ভিস পাঠাও বাইক। আপনি একজন দৈনন্দিন যাত্রী,  স্টুডেন্ট বা  চাকুরিজীবি হোন না কেন, পাঠাও বাইক-এর এক্সপার্ট নেভিগেশন ও সাশ্রয়ী খরচ হতে পারে আপনার যাতায়ের পারফেক্ট চয়েস।

খরচ কমাতে ও ট্রাফিক থেকে বাঁচতে অনেকেই  বেছে নেন ভেঙে ভেঙে যাওয়ার পথ। কোনো গন্তব্যে বাস দিয়ে যেতে হলেও প্রথমে বাস স্ট্যান্ড পৌঁছাতে রিক্সার ভাড়া, তারপর বাস ভাড়া আবার বাকিটা পথ রিক্সা ভাড়া দিয়ে পৌঁছাতে হয়। এই ডাবল ডাবল ভাড়ায় উল্টো খরচ ও সময় দুটোই বেড়ে বেশি যায়। আর আপনি একই গন্তব্যে পাঠাও বাইক দিয়ে পৌঁছে যেতে পারবেন একটানে আরও অনেক কম খরচে। এছাড়াও নিউ ইউজার হলে প্রোমো কোড BIKE100GO ইউজে ভাড়া কমে যাবে আরও।  তাই, পাঠাও বাইক ব্যবহারে আপনি যেমন গন্তব্যে পৌঁছে যাবেন টাইমলি তেমনি ভেঙে ভেঙে যাওয়ার  খরচ ও ঝামেলা কোনোটাই পোহাতে  হবে না।

পাঠাও বাইক-এর বাজেট ফ্রেন্ডলি খরচের জন্য সুপরিচিত। পাঠাও বাইক অন্যান্য পরিবহন মাধ্যম থেকে অনেক কম খরচ হওয়ায় নিত্যদিনের যাতায়াতের জন্য বেস্ট চয়েস। লং ডিসটেন্স যাতায়াতের জন্যও-এর নিরাপদ ও   বাজেট ফ্রেন্ডলি সুবিধা ট্রাভেল এক্সপেরিয়েন্সকে আরও উন্নত করে তোলে।  এছাড়াও পাঠাও বাইক-এর  নানান ধরণের অফারস, ডিসকাউন্টস ও প্রমোশনাল অফারস রেগুলার ইউজারদের জন্য যাতায়াত খরচকে আরও বাজেট ফ্রেন্ডলি করে তোলে।

ঢাকার ব্যস্ত রাস্তায় পাঠাও বাইক-এর সুবিধা, বাজেট ফ্রেন্ডলি, এক্সপার্ট রাইডার এবং সেইফ ট্রান্সপোর্টেসন হিসেবে সবার জন্য একটি কনভিনিয়েন্ট অপশন। আপনার দৈনন্দিন যাত্রাকে আরও সহজ ও ঝামেলাহীন করে তুলতে ব্যবহার করুন পাঠাও বাইক।

পাঠাও